খুলনার খবর ||খুলনা নগরীর শিববাড়ির মোড়ে গতকাল শনিবার রিক্সাচালক,ভ্যানচালক ও তৃষ্ণার্ত পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি,শরবত এবং স্যালাইন পানি বিতরণ করে ম্যানগ্রোভ চার্টার্ড লায়ন্স ক্লাব, খুলনা,ডিস্ট্রিক্ট-৩১৫এ১।
ক্লাবের প্রেসিডেন্ট মীর মো:কবির হোসেন বলেন, আমাদের এই উদ্দ্যোগটি গরমের তীব্র তাপদাহে তৃষ্ণার্তদের মাঝে স্বস্তি ফেরানোর ক্ষুদ্র প্রয়াস মাত্র।
স্বদিচ্ছা ও মানবিক চিন্তাভাবনা থাকলে যে কেউ এজাতীয় কর্মসূচির আয়োজন করতে পারে।
ক্লাবের সেক্রেটারি সুমন ইসলাম বলেন,আমরা বিগত দিনগুলোতেও মানবিক সেবামূলক কাজ করে আসছি।সময়োপযোগী যেকোন মানবিক সেবামূলক কাজ আমরা চলমান রাখবো।
ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ জানান যে,তারা সবসময় সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিতদের অসুবিধার কথা বিবেচনা করে বিভিন্ন কর্মসূচি পালন করছে।
তাদের এই সকল মানবিক কার্যক্রম চলমান থাকবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।