খুলনার খবর ||খুলনার কৈয়া বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জমি ভরাট করে অবৈধ দখলে নিয়েছে একটি চক্র। পানি উন্নয়বোর্ডের নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে চলছে তাদের দখল বাণিজ্য।
এমনকি অন্যের জমিতে থাকা ঘর ও মালামাল লুট করে নিয়েছে চক্রটি। এঘটনায় খুলনা পানি উন্নয়ন বোর্ড হরিণটানা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। ওই চক্রটি একটি রাজনৈতিক দলের নেতা পরিচয় দেয় বলে ভুক্তভোগীরা জানায়।
খুলনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম স্বাক্ষরিত লিখিতি অভিযোগে বলা হয় “খুলনা পানি উন্নয়ন শাখা-১, বাপাউবো, খুলনার আওতাধীন ও হরিণটানা থানাধীন পোল্ডার ২৮/২ এর কৈয়া বাজার পানি ব্যবস্থাপনা কমিটির অফিস সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জমিতে কে বা কারা অবৈধভাবে বালি দিয়ে ভরাট পূর্বক দখল করার পায়তারা করছে। যা সরকারি সম্পত্তি জবর দখলের সামিল এবং আইনতঃ দণ্ডনীয় অপরাধ।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জানাযায়, হরিণটানা থানাধীন কৈয়া বাজার পানি অফিসের নিকটে পানি উন্নয়ন বোর্ডের ফাঁকা জমিতে পাইলিং করে অবৈধভাবে বালি ভরাট করা হয়েছে। একই এলাকার শেখ মিজান ওরফে নিঝুম (৩৬) ও মিরাজুল ওরফে মিরাজ (৩৫) জায়গাটি তাদের দখলে নিয়েছেন।
গত ১মে থেকে তারা ওই স্থানে বালি ভরাট করছেন। ওই দিন পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে তাদের এই কাজে বিরত থাকতে বলেন। কিন্তু তার সেটা অমান্য করে ৩ রা মে শনিবারও সেখানে বালি ভরাট করেন। এমনকি অন্যের জমিতে থাকা ঘর-রান্না ঘর তারা ভাংচুর চালিয়ে ইট ও ঘরে থাকা মালামাল লুট করেছে।
এঘটনায় ভুক্তাভোগি জমির মালিক হরিণটানা থানায় একটি জিডি করেছেন (যার নং-১১৪, তারিখঃ ০৩/০৫/২০২৫)।
ভুক্তভোগীরা আরও জানা যায়, কৈয়া বাজার ও সংশ্লিষ্ট আশপাশ এলাকায় অবৈধ দখল বানিজ্যের সাথে জড়িত নিঝুম ও মিরাজ নামের দুইজন ব্যাক্তি বিএনপি নেতা হিসেবে নিজেদের পরিচয় দেন।
চক্রের একাধিক সদস্যরা খাস জমি দখল, মাদক বিক্রিসহ নানা অপরাধে জড়িত।
এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা জানান, এবিষয়ে খোঁজ নিতে বলেছি। ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ খায়রুল বাশার জানান, ভুক্তভোগী এক জমির মালিক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।