এস এম তাজুল হাসান সাদ,স্টাফ রিপোর্টার||বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব মাহমুদুল হক আজ শনিবার (০৪ মে ২০২৫) সাতক্ষীরা জেলায় আগমন করেন।
তিনি সকালেই সাতক্ষীরা সার্কিট হাউজে পৌঁছালে সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।
মাননীয় বিচারপতিকে স্বাগত জানানোর আনুষ্ঠানিকতার অংশ হিসেবে সাতক্ষীরা জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এসময় সার্কিট হাউজ চত্বর এক আবেগঘন ও সম্মানসূচক পরিবেশে পরিণত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ, সাতক্ষীরা এবং জনাব মাইনুদ্দিন, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরা।
উল্লেখ্য, মাননীয় বিচারপতির এই সফর সাতক্ষীরাবাসীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং জেলার বিচার ও প্রশাসনিক মহলে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।