খুলনার খবর ||
পুকুরে গোসল করতে নেমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শান্তনু কর্মকার এম এস সি/২৩ ব্যাচের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ মে) দুপুরে কুয়েটের ক্যাম্পাস প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আনুমানিক বিকাল ৩.২০ মিনিটে কুয়েটের খান জাহান আলী হল সংলগ্ন পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে নামার পর নিখোঁজ হয়।
কুয়েটের শিক্ষার্থী ও কর্মচারীরা তৎক্ষণাৎ তাকে উদ্ধারের প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এর ৩০ মিনিট পর খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট ঘটনাস্থলে আসে ও ৫ মিনিট যাবৎ অভিযান চালানোর পর ছেলেটির অচেতন দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসার পর ছেলেটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।