সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি||হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ হয়।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল হয়েছে।
সোমবার (৫ মে) বিকেলে বিক্ষোভ মিছিলটি শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।
জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ কর্মসূচি আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরমান, জাহাঙ্গীর আলম, এডভোকেট শামসুজ্জামান সোহেল মুরাদ, সারোয়ার প্রমুখ।
তারা অবিলম্বে হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
বক্তারা বলেন, যাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ, সেই বিপ্লবীদের নিরাপত্তার দায়িত্ব সরকারকে নিতে হবে। ওসি আলমগীরের পদত্যাগ চাই জনগণের ট্যাক্সের টাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেতন হয়। তাদের দেশের প্রতি ইঞ্চি মাটিকে নিরাপত্তা দিতে হবে।
সরকার যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে ছাত্র-জনতা আবারও রাস্তায় নামতে বাধ্য হবেন বলে জানান বক্তারা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।