খুলনার খবর ||দীর্ঘদিন অসুস্থ থাকার পর লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরলেন মাদার অফ ডেমোক্রেসি বিএনপি’র চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি গুলশানের বাসা ফিরোজায় ফিরেছেন।
এসময় দেশনেত্রীকে অভ্যর্থনা ও স্বগত জানাতে খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম গুলশানে সড়কের দু’পাশে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে অবস্থান করেন।
এসময় মঞ্জু বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে খালেদা জিয়ার দেশে ফেরা আরও সহায়ক হবে। দেশনেত্রীর দেশে ফেরা দেশ ও জাতির জন্য অনেকটা খুশির খবর। খালেদা জিয়ার এই দেশে ফেরা গণতন্ত্রকে আরও সহজ করবে। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নজরুল ইসলাম মঞ্জু’র।
গুলশানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি, শেখ মোশাররফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ রুহুল আজিম রুমী, আনিসুল হক, তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, রুবায়েত আহসান রানা, কাজী শফিকুল ইসলাম শফি, রবিউল ইসলাম রবি, শেখ জামিরুল ইসলাম জামিল, সরদার রবিউল ইসলাম, আব্দুল জব্বার, মিজানুজ্জামান তাজ, সাখাওয়াত হোসেন, মোস্তাফিজুর রহমান বাবলু, কামাল উদ্দিন, মোস্তফা জামান মিন্টু, সুলতান মাহমুদ সুমন. মাহিম আহমেদ রুবেল, ইমরান হোসেন, এ আর রহমান, পারভেজ মোড়ল, হাফিজুর রহমান টুটুল, মোফাজ্জেল হোসেন, হাসমত হোসেন, শামীম রেজা, ওহেদুজ্জামান শিমুল, হুমায়ুন কবির, কবির বাচ্চুসহ আরো অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।