পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর ||“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যের আলোকে মুজিবনগর উপজেলাতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ মে-২৫) তারিখে মুজিবনগর উপজেলা পরিষদ সভাকক্ষে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের মুজিবনগর উপজেলার পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে ওই সংলাপ অনুষ্ঠিত হয়।
এফসিডিও’র অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি-এমআইপিএস প্রকল্পের আওতায় আন্ত:ধর্মীয় সংলাপ, উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর সমন্বয়কারী মোঃ ওয়াজেদ আলি খান-এর সঞ্চালনায় এবং পিএফজি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোঃ সাবদার আলি-এর সভিপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা পলাশ মন্ডল এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। এছাড়া উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা রকিবউদ্দীন, ইসলামিক ফাউন্ডেশনের মোহাম্মদ আলি, ইমাম হাফেজ মতিউর রহমান, পুরহিত প্রভাত কুমার এবং ফদার আলবিনো-সহ ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম ও খ্রিষ্টান ধর্মের সম্মানিত অতিথিবৃন্দ। সকল সম্মানিত সদস্যবৃন্দ তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
দি হাঙ্গার প্রজেক্ট ও এমআইপিএস প্রকল্পের মূল বক্তব্য প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর এস.এম রাজু জবেদ। সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন, এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর জনাব মো: আশরাফুজ্জামান।
সংলাপে বক্তারা বলেন, সকল ধর্মে শান্তি ও সম্প্রীতির জন্য মানবিক আচরণ করতে উৎসাহিত করা হয়েছে। এক্ষেত্রে শান্তির লক্ষ্যে উদার, সহিষ্ণু, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও মুক্ত মানবিক সমাজ গড়ে তুলতে হবে।
জাতিগত বা ধর্মীয় উগ্রপন্থা পরিহার করে ভ্রাতৃত্ববোধ সৃষ্টির মাধ্যমে অসাম্প্রদায়িক পরিবেশে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।