মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি ||খুলনার পাইকগাছায় মটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে -১জন নিহত ২জন আহত হয়েছে। উপজেলার বোয়ালিয়া ব্রীজের পুুর্বপাশে বুধবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনায় আহত ৩জনকে উপস্থিত জনতা পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসকরা গুরুতর আহত ফিরোজ মোড়ল (২৫) ও ইয়াসিন গাজী (২৪) কে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাডপাতালে পাঠায়।
সেখানে নেয়ার সময় পথিমধ্যে মটর সাইকেলে থাকা আরোহী ফিরোজ মোড়ল মারা যায়। জানা গেছে,নিহত ফিরোজ উপজেলার মটবাটী গ্রামের ইসলাম মোড়ল (ভুট্টোর) ছেলে ও গুরুতর আহত ইয়াসিন চেঁচুয়া গ্রামের মেয়াজান গাজীর ছেলে।
এছাড়াও বাইসাইকেল চালক প্রসেনজিৎ (২৮) হিতামপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একই মটর সাইকেলে ফিরোজ ও ইয়াসিন দুজন উপজেলার বাঁকা বাজারের দিকে যাচ্ছিল। অন্যদিকে বিপরীত দিক থেকে বাইসাইকেল চালিয়ে ব্রীজ থেকে নীচে নামছিল প্রসেনজিৎ।
এসময় চলতি মটর সাইকেল ও বাইসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এদিকে সম্প্রতি সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। যারফলে এর আগেও গত কয়েক দিনের ব্যবধানে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় খুলনার পাইকগাছা জনপদের ৪ জনের ঝরেছে তাজা প্রাণ।
তারা হলেন উপজেলার গদাইপুর ইউপির পুরাইকাটি গ্রামের বিজিবি সদস্য (অবসরপ্রাপ্ত) আলহাজ্ব আমজাদ সরদার (৭০), কপিলমুনি ইউপির বিরাশী গ্রামের মৎস্য ব্যবসায়ী মুসা গাজী( ৫৫), কপিলমুনি উপ শহরের ব্যবসায়ী অপূর্ব সাধুর স্ত্রী রিতা রানী সাধু (৩২) ও তার ০৩ বছরের শিশু পুত্র সৌরভ সাধু।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।