মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||যশোর শহরের রেলগেট মুজিব সড়ক এলাকায় মীর সামির সাকিব সাদী হত্যাকাণ্ডের ঘটনায় চার সহযোগী আসামিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হলেন, যশোর রেলগেট কলাবাগানের বাশার মোল্ল্যার ছেলে তুহিন মোল্ল্যা (৩৫) বেজপাড়া তোফদার পাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে সাইফুল ইসলাম অভি (২৫) চাঁচড়া রায়পাড়ার মৃত বিল্লাল হোসেনের ছেলে বিপ্লব হোসেন (২২) ও নাজির শংকরপুর হাজারি গেট এলাকার মিন্টু রহমানের ছেলে তানভীর রহমান (২১)।
তারা সবাই মাদক, অস্ত্র ব্যবসাসহ নানা অপরাধে জড়িত এবং পেশাদার সন্ত্রাসী। ডিবি পুলিশ ৫ মে যশোর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।আটককৃতদের মধ্যে তুহিন মোল্ল্যার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ ১৯টি মামলা, সাইফুল ইসলাম অভির বিরুদ্ধে ১টি, বিপ্লব হোসেনের বিরুদ্ধে ৩টি এবং তানভীর রহমানের বিরুদ্ধে বিস্ফোরক আইনে ২টি মামলা বিচারাধীন রয়েছে। তারা সবাই যশোর শহরের শীর্ষ সন্ত্রাসী ‘ম্যানসেল’ গ্রুপের সক্রিয় সদস্য ও ট্যাটু সুমন-মেহেদীর সহযোগী হিসেবে কাজ করছিলেন।গত১৭ মার্চ রাত সাড়ে ১১টার দিকে পূর্ব শত্রুতার জেরে ট্যাটু সুমন, মেহেদী হাসান অনিকসহ ৫-৭ জনের একটি সংঘবদ্ধ দল সাদীকে তার বাড়ির সামনে গুলি ও ছুরিকাঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।
পরদিন রাতে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই ঘটনায় ১৯ মার্চ কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।