তেরখাদা প্রতিনিধি , খুলনা ||৮ ই মে ২০২৫ ইংরেজি সকাল ১১টার দিকে খুলনার তেরখাদা উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলার ০৬ টি ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্যদের সমন্বয়ে এক মতবিনিময় ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক চৌধুরী কাওছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান খাঁন জুলফিকার আলী জুলু।
বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী তফসির আহমেদ , শেখ আনিসুর রহমান , নাজমুসসাকিন পিন্টু , আব্দুস সালাম ও আরিফুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক চৌধুরী ফকরুল ইসলাম বুলু , উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এফ এম হাবিবুর রহমান , উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন , উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য যথাক্রমে মোল্যা মাহবুবুর রহমান , মোঃ ইকরাম হোসেন জমাদ্দার , সরদার আব্দুল মান্নান , মোঃ সাজ্জাদ হোসেন নান্টা , শরীফ নাঈমুল হক , মোল্যা হুমায়ুন কবির , মোঃ মিল্টন হোসেন মুন্সী , লস্কর আবুল কালাম আজাদ , শেখ আজিজুর রহমান আজিবার , মোঃ গোলাম মোস্তফা ভুট্টো , শেখ ইউসুফ আলী , মোঃ মোবাদের আলম , শেখ ইমদাদুল হক , মোঃ আবুল বাশার , এস কে নাসির আহমেদ , মোঃ সাইফুল ইসলাম মোড়ল , এড. শহীদুল ইসলাম , শেখ জাহিদ হাসান , লস্কর জাহাঙ্গীর আলম , মোঃ পলাশ শেখ , শেখ মফিজুল ইসলাম , খাঁন গিয়াস উদ্দিন।
সভায় বক্তারা বলেন , উপজেলা , ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সংগঠনিক ভাবে আরও গতিশীল এবং বেগবান হতে হবে। অত্যন্ত স্বহতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং দলকে সুসংগঠিত করে আগামীতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।