পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর||যশোরের কেশবপুর সাতবাড়িয়া মূল তন্ত্তবায় সমবায় সমিতি লিঃ-এর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (০৮ মে-২৫) সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করে। মোট ভোটার সংখ্যা ছিল ৫৩৯ ভোটারের উপস্থিতি সংখ্যা ৩৪৪ । বাতিল ভোটের সংখ্যা ২৪।
অনুষ্ঠিত সমবায় সমিতির ব্যবস্থাপনা নীতিমালা ২০০৪ সংশোধিত ২০২০ এর ৩২ ( ১) ৩৪(১)( ক ) (খ)৩৪(২) ও ৩ বিধি মোতাবেক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এ নির্বাচনে শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন হয়েছে এবং অন্য পদগুলির সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
জাঁকজমকপূর্ণ নির্বাচনে মাছ প্রতীক নিয়ে ২শ ৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ইউপি সদস্য মোঃ রুহুল কুদ্দুস এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আব্দুস সাত্তার চেয়ার প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৯৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে মোঃ তোফিল উদ্দিন ‘আম’ প্রতীক নিয়ে ২শ ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল গফুর ‘বাইসাইকেল’ প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ১২৫ ভোট।
এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি মোঃ আজহারুল ইসলাম, নির্বাহী সদস্য মোহাম্মদ শওকত আলী মোড়ল, মোঃ আব্দুস সবুর, মোহাম্মদ কাওসার আলী, মোঃ মাহবুবুর রহমান, মোঃ শাহাদুল হক ও মোঃ আব্দুল গফুর নির্বাচিত হয়েছেন।
প্রিজাইডিং অফিসারের হিসেবে দায়িত্ব পালন করেন, কেশবপুর উপজেলা সমবায় সমিতির কর্মকর্তা মোছাঃ নাসিমা খাতুন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।