মোঃফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি ||কয়রা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও জেজেএসের সমন্বয়কারী আঃ মালেকের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রেজাউল করিম, কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, পাউবোর সেকশান অফিসার মোঃ মসিউল আবেদিন, উপজেলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ,কয়রা সরকারি মহিলা কলেেেজর প্রভাষক মোঃ জহুরুল হক, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, মোঃ রিয়াছাদ আলী, ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ সালাম, জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা অশোক কুমার রায়,ইউপি সচিব ইকবাল হোসেন, এনজিও প্রতিনিধি মোঃ শাহিনুর হাসান, জেজেএসের মহিমা আক্তার, সিপিপি সদস্য মনিরা খাতুন প্রমুখ।
সভায় দুর্যোগের আগাম প্রস্তুতি, দুর্যোগ কালিন সময় করনীয় বিষয় সহ দুর্যোগের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।