এস.এম.শামীম দিঘলিয়া,খুলনা||দিঘলিয়া উপজেলা জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি বিষয়ক অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সহযোগিতায় ব্রেক স্বাস্থ্য কর্মসূচি টিভি কন্ট্রোল প্রজেক্টর মাধ্যমে ৮ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় দিঘলিয়া ব্রাক অফিস কক্ষে ১৫ জন পল্লী চিকিৎসককে যক্ষ্মা রোগীদের চিকিৎসার জন্য সচেতন মূলক আলোচনা প্রজেক্টরের মাধ্যমে পরিদর্শন করা হয়।
সভায় প্রধান অতিথি দিঘলিয়া উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্স ইনচার্জ অফিসার ডাঃ মাহাবুবুর রহমান, প্রোগ্রামার অফিসার খুলনা আরবান মাসুদ হাসান, ফিল্ড অর্গানাইজার দিঘলিয়া উপজেলা জাহিদুল ইসলাম।
জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ও ব্রাক ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশকে যক্ষামুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি ও ব্রাক একযোগ কাজ করে যাচ্ছে।
ব্রাক ১৯৮৪ সালে বাংলাদেশের একটি জেলায় যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে বর্তমানে ব্র্যাক বাংলাদেশের ৫১ টি জেলায় সরাসরি এবং বাকি ১৩ টি জেলায় সহযোগী সংস্থার মাধ্যমে যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।