খুলনার খবর ||আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবার নিজ জেলা পঞ্চগড় থেকে রাজধানীর গুলশানে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র উদ্দেশ্যে রওনা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, “পঞ্চগড়ে ছিলাম। যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছি। বিপ্লবের সহযোদ্ধারা পুরো বাংলাদেশ থেকে ছুটে আসুন। জুলাই চলছে, চলবে।”
এর আগে রাত ১০টার দিকে এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দলীয় কিছু নেতাকর্মীকে নিয়ে যমুনার সামনে অবস্থান নেন।
রাত বাড়ার সাথে সাথে আন্দোলনে যোগ দিতে শুরু করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ, জুলাই ঐক্যসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
গভীর রাতেও প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের এলাকা এখন পর্যন্ত উত্তাল ও জনাকীর্ণ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।