বেনাপোল প্রতিনিধি || যশোরের শার্শাই পৃথক অভিযান চালিয়ে শিমুল হোসেন (৩২) নামে ৬০ পিচ ইয়াবা সহ হাবিবুল্লাহ ২১ ও ইবাদুল ইসলাম ৪৩ নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
৯ মে শুক্রবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার অফিসার ইনচার্জ ওসি কে এম রবিউল ইসলাম। এর আগে গতকাল বৃহস্পতি ৮ই মে রাতে পৃথক অভিধান চালিয়ে তাদেরকে আটক করে থানা পুলিশ।
আটক কৃতদের মধ্যে শিমুল হোসেন উপজেলার রাড়ি পুকুর গ্রামের মোবারক হোসেন, হাবিবুল্লাহ কৃষ্ণপুর গ্রামের আব্দুল আলিম ও ইবাদুল ইসলাম টেংরা গ্রামের আতাল হকের ছেলে।
পুলিশ জানাই পলাতক আসামি এলাকায় এসে ঘোরাফেরা করছে, এমন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অপরদিকে মাদক পাচারের সংবাদ পেয়ে, এসআই আশরাফুল আলম,সঙ্গীয়ফোর্স নিয়ে অভিযান চালিয়ে, লক্ষণপুর বাজার থেকে হাবিবুল্লাহকে ১০ পিচ, ইয়াবা,য ও এস আই কামরুল ইসলাম ও ফারুক হোসেন জামতলার টেংরা মাদ্রাসা এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ইবাদতকে আটক করে।
শার্শা থানা অফিসার ইনচার্জ ওসি কে এম রবিউল ইসলাম জানান, আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও আদালতে প্রেরণ করার প্রক্রিয়াধীন রয়েছে
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।