1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
শনিবার, ১০ মে ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
আওয়ামী লীগ নিষিদ্ধের রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা – হাসনাত খুলনা এজাক্স জুট মিল ঘাটে অজ্ঞাতনামা লাশ উদ্ধার আওয়ামী লীগ নিষিদ্ধে ১ ঘণ্টার আল্টিমেটাম – হাসনাত ও শরিফ ওসমান এই মুহূর্তে জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ লক্ষ্মীপুরের ছাত্র হত্যা মামলায় আ.লীগের ২১জন নেতাকর্মী গ্রেপ্তার  স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন থাকবে জামায়াত: ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের কয়রায় শিক্ষক লাঞ্ছিত করার অভিযোগ বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে কয়রায় বিএনপির যৌথ মতবিনিময় সভা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে খুলনা উত্তাল খালিশপুরে শহীদ মিনারের জমি দখল; ভিডিও করায় বিএনপি নেতা পরিচয়ে সাংবাদিকদের উপর হামলা শার্শায় সাজাপ্রাপ্ত আসামী ও মাদক ব‍্যবসায়ী সহ আটক ৩  লোহাগড়ায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা ডাক্তার আবুল হাসনাত (পিন্টু) নিজে দাড়িয়ে থেকেই পরিস্কার পরিচ্ছন্নের তদারকি  করচ্ছেন সারাদেশে গণজমায়েতের ডাক দিলেন – হাসনাত আবদুল্লাহ কৈয়া বাজারে সুধী সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগকে নিষিদ্ধ করার দাবিতে খুলনায় বিক্ষোভ কর্মসূচি পালন খুলনা জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন লাইন লাইনচ্যুত ! রেল চলাচল বন্ধ নানা আয়োজনে খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির বার্ষিক পুনর্মিলন ও বনভোজন-২০২৫ অনুষ্ঠিত শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় সারা বাংলাদেশ’ যশোরে রাজপথে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালিত

খালিশপুরে শহীদ মিনারের জমি দখল; ভিডিও করায় বিএনপি নেতা পরিচয়ে সাংবাদিকদের উপর হামলা

  • প্রকাশিত : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৩ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || নগরীর খালিশপুর থানাধীন নেভি চেকপোষ্ট মোড়ে ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ অফিসের পাশে শহীদ মিনার সংলগ্ন সরকারি জায়গা দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিককে মারপিট ও লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে ।

এ সময় ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি’র সদস্য ও সাংবাদিক পরিচয়দানকারী মো: ওয়াহিদ হাসান নামে এক ব্যক্তি দৈনিক প্রবাহ ও বিজনেস বাংলাদেশ পত্রিকার মামুন রেজা হাওলাদার, বিজয় টেলিভিশনের আব্দুর রাজ্জাক ও জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার সাংবাদিক শেখ শান্ত ইসলামের উপর অতর্কিত হামলা চালায়। সাংবাদিকদের উপর এ হামলার ভিডিও মুহূর্তে ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় সৃষ্টি হয়েছে নানা আলোচনা।

স্থানীয়রা জানান, ওয়াহিদ হাসান নামক এই ব্যক্তি নিজেকে যশোর বার্তা নামে একটি পত্রিকার সাংবাদিক ও বিএনপি নেতা পরিচয় দিয়ে একাধিক জায়গা দখল করে করে নেয়।

৫ ই আগস্ট গণঅভ্যুত্থানের পর তার বিরুদ্ধে লুটপাট, চাঁদাবাজি ও দখলদারিত্বের অনেক অভিযোগ রয়েছে। সম্প্রতি নেভি চেকপোষ্ট মোড় সংলগ্ন ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অফিসের পাশে রেলওয়ের সরকারি সম্পত্তি দখল করে নেয় ওয়াহিদ ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ১০ মে শনিবার সকাল ১১:৩০ মিনিটে আওয়ামী লীগ অফিসের পাশে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যান তিন সংবাদ কর্মী । এ সময় রেলের সম্পত্তি দখল করে অবৈধভাবে হোটেল স্থাপনের ভিডিও ধারণ করায় বাধা দেয় ও এক পর্যায়ে মোবাইলটি ভেঙে ফেলার চেষ্টা করে ওয়াহিদ নামে ওই ব্যক্তি।

পরবর্তীতে দৈনিক প্রবর্তন ও বিজয় টেলিভিশনের সাংবাদিক মোঃ আব্দুর রাজ্জাকের ওপর অতর্কিত হামলা চালায় ওয়াহিদ হাসান সহ কয়েকজন। এসময় দৈনিক প্রবাহ ও বিজনেস বাংলাদেশের জেষ্ঠ সাংবাদিক মামুন রেজা ঠেকাতে গেলে তার মাথা, গলা-পিঠে এলোপাথাড়ি কিল ঘুসি মারে। সময়ের আলো পত্রিকার সাংবাদিক শেখ শান্ত মারপিটের ভিডিও করায় তার ওপর ও হামলা চালায়।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শহিদুল বলেন, দীর্ঘ তিন বছর শহীদ মিনারের জায়গা দখল করে হোটেল চালিয়ে আসছে ওয়াহিদ হাসান ও ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মোঃ আলী আজিম রানা। ১ নং নেভি চেকপোস্ট মসজিদের খাদেম বলেন, তিন বছর পূর্বে মসজিদ কমিটির সভাপতি টিটু এই কমিটির সাধারণ সম্পাদক করেন ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ আলী আজিম রানাকে ।

এরপর থেকেই তিনি এই মাদ্রাসার বিদ্যুৎ ব্যবহার করে আসছে। এ ঘটনায় খুলনার সকল সংবাদ কর্মী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন।

এ বিষয়ে খুলনা মহানগর বিএনপি’র সভাপতি শফিকুল আলম মনাকে জানানো হলে তিনি বলেন, সংবাদ কর্মীর গায়ে হাত দেওয়া অনেক বড় অন্যায় হয়েছে । লিখিত অভিযোগ দিলে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে খালিশপুর থানা বিএনপির সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী বাবু বলেন, সংবাদ সংগ্রহের কাজে বাধা প্রদান ও মারপিট করা কোনভাবেই শোভনীয় আচরণ নয়।

এ বিষয়ে সাংবাদিক মামুন রেজা বলেন, শহীদ মিনার বাঙালি জাতির একটি আবেগের অংশ। আমরা গোপন তথ্যে জানতে পারি একটি জনপ্রিয় রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে কিছু লোক শহীদ মিনারের কিছু অংশ ও রেলওয়ের সম্পত্তি দখল করে রেখেছে। রানা নামে আওয়ামী লীগের এক কর্মীকে দিয়ে দখলীয় এই জায়গার দেখাশোনা করে অভিযুক্ত ওয়াহিদ।

আমরা অবৈধ দখলের এই ভিডিও করতে গেলেই হামলার শিকার হই। এ বিষয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের নিকট গেলে তিনি একটি অভিযোগ দায়ের করতে বলেন। তবে ঘটনার মোড় ঘুরাতে অভিযুক্ত অহিদসহ কয়েকজন থানায় এসে মিথ্যা অভিযোগ করার চেষ্টা করে। তবে ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে কেএমপির পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের নিকট সাক্ষাৎ করেন কয়েকজন সংবাদ কর্মী।

তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ও নিরপেক্ষ সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।