মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||যশোর নগর বিএনপি আয়োজিত বৈশাখী ফুটবল উৎসব ১৪৩২ এর চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে ১ নম্বর ওয়ার্ড। শনিবার যশোরের ঐতিহ্যবাহী শামস-উল- হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ১ নম্বর ওয়ার্ড ৬ নম্বর ওয়ার্ডকে সাডেন ডেথে পরাজিত করে।
বিকেল সাড়ে চারটায় দুই দলের আক্রমণ পাল্টা আক্রমনের মধ্য খেলাটি শুরু হয়। তবে প্রথমার্ধের খেলায় কোনো দলই গোল করতে না পারায় গোল শূন্য অবস্থায় শেষ হয়। খেলার মধ্য বিরতিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।এরপর দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয়। পরে অতিরিক্ত সময়ের ১০ মিনিটের খেলাও গোল শূন্য অবস্থায় শেষ হয়।
এরপর খেলার জয় পরাজয় নির্ধারণী গড়ায় টাইব্রেকারে। সেখানেও খেলার ফলাফল ৪-৪ গোলে সমতা বিরাজ করে। পরে সাডেন ডেথে গোল রক্ষক মিতুল হাসানের দৃঢ়তায় ১ নম্বর ওয়ার্ড জয় লাভ করে।
ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের গোল রক্ষক মিতুল হাসান। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলা শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
এ সময় সাবেক জাতীয় ফুটবলার ও হকি খেলোয়াড় কাওসাল আলী, সাবেক জাতীয় ফুটবলার সৈয়দ মাশুক মো. সাথীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া সাবেক ফুটবলার ও প্রশিক্ষক এমদাদুল হক সাচ্চু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ফুটবল রেফারি এস এ খান সালেহ এবং জেলা দলের সাবেক ফুটবলার আবুল কালাম আজাদকে মরোণত্তোর সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ্য ইসলাম অমিত।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ।
এতে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, বর্তমান নির্বাহী সদস্য আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক সভাপতি মন্ডলীর সদস্য গোলাম রেজা দুলু, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ উদ্দিন টিপু, টুর্নামেন্টের আহ্বায়ক সোহেল মাসুদ হাসান টিটো প্রমুখ।
উল্লেখ্য যশোর পৌরসভার ৯ টি ওয়ার্ড নিয়ে গেল ২৫ এপ্রিল যশোর সরকারির এম এম কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে নগর বিএনপির বৈশাখী ফুটবল উৎসব শুরু হয়। খেলাকে ঘিরে পুরো শহরে আনন্দ উৎসব শুরু হয়।
স্টেডিয়ামে দর্শক ছিলো চোখে পড়ার মতো। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সমাপনি শেষ হয়। সবার মধ্যে ছিল খুশি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।