খুলনার খবর ||খুলনায় বিএনপির উদ্যোগে নগরীতে এক মাদকবিরোধী র।্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ মে) বিকেল ৪টায় নগরীর খালিশপুর থানার ৭, ৮ ও ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে খালিশপুর এলাকায় এই সমাবেশ-র্যালী হয়েছে।
স্থানীয় চিত্রালী বাজার চত্ত্বরে মাদক বিরোধী র্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন মহানগর সভাপতি এড. শফিকুল আলম মনা।
খালিশপুর থানা সভাপতি এ্যাড. শেখ মোহাম্মাদ আলী আলী বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, হাবিবুর রহমান বিশ্বাস, বিপ্লবুর রহমান কুদ্দুস, মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আহসানউল্লাহ বুলবুল, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. লিটন খান, ৮নং ওয়ার্ড বিএনপি মোঃ সাইফুল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, মো. মাফিজুর রহমান, মো. সবুজ, রসিউর রহমান, রুবেল, হৃদয় মাষ্টার, কালু, জাহাঙ্গীর, আলমগীর, আলাউদ্দিন, সিরাজুল ইসলাম, আব্দুর রহিম প্রমুখ।
এ সময় বিএনপির সকল নেতৃবৃন্দ একযোগে মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষার জন্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
সমাবেশ শেষে বিএনপি নেতাকর্মীরা মাদক বিরোধী প্লাকার্ড নিয়ে র্যালী শুরু করে।
র্যালীটি বিআইডিসি রোড হয়ে ক্রিসেন্ট গেটে গিয়ে শেষ হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।