1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
সোমবার, ১২ মে ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
পাইকগাছায় বিএনপি নেতাদের নামে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা খুলনা বিভাগীয় সমাবেশ নিয়ে যশোর বিএনপির প্রস্ততি আলোচনা সভা ঠিকাদার পলাতক ,ভোগান্তিতে এলাকাবাসি কয়রা খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে রাস্তা নির্মাণ, যে কোন মুহূর্তে ধ্বসে যাওয়ার আশঙ্কা। বাঁশ দিয়ে গাইড ওয়াল ও নিম্ন মানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ লোহাগড়ায় চাঞ্চল্যকর যুবদল কর্মী সালমান হত্যা! ২০ জনের নামে মামলা, ১ জন গ্রেফতার বেনাপোলে ধানবোঝাই ট্রাকটরের ধাক্কায় মটর শ্রমিকের মৃত্যু শার্শায় জমে উঠেছে আমের বাজার, ব‍্যস্ত আম চাষী ও ব‍্যবসায়ীরা সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেফতার প্রথম শ্রেণির ক্রিকেটার সালমান হোসেনের সাহায্যের আবেদন: মাঠে ফেরার লড়াইয়ে ইনজুরি তার বড় বাধা ব্যক্তি বা সত্তার এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন যশোর-বেনাপোল রেলপথে ট্রেন-ট্রাক সংঘর্ষ, আহত ২ নিজস্ব প্রতিবেদক, যশোর খুলনায় বিএনপির মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালী দিঘলিয়া বিএনপি ও অঙ্গসংগঠনে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কেশবপুরের পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ে ১ম পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত কেশবপুরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সুন্দরবনে পুশইন: গুজরাট থেকে আসা ৭৮ জন মুসলিমকে মোংলায় আনা হচ্ছে কোস্টগার্ডের জাহাজে খুলনায় বিএনপি’র সদস্য কে ছুরিকাঘাত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় অভিনন্দন জানিয়ে খুলনায় ইসলামী আন্দোলনের শুকরিয়া মিছিল

বাঁশ দিয়ে গাইড ওয়াল ও নিম্ন মানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ

  • প্রকাশিত : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৩ বার শেয়ার হয়েছে

মোঃফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি||খুলনার কয়রায় বাঁশ দিয়ে গাইড ওয়াল ও ফিনিসিং এর নামে ২/৩ নং ইটের ডাস্ট খোয়া ব্যবহার করে চলছে রাস্তার নির্মাণ কাজ। মেসার্স তাবাসসুম ট্রেডার্স নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। জনগুরুত্বপূর্ণ এই রাস্তায় এমন নিম্নমানের কাজ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দেখেও না দেখার ভান করছেন প্রতিনিয়তই ।এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।কাজের স্থায়িত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করছেন এলাকাবাসি ।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, কয়রা ইজিবাইক স্ট্যান্ড থেকে থানা অভিমুখী ডাকবাংলো পর্যন্ত ৪৮০ মিটার রাস্তা সংস্কারের জন্য ৫৫ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয় । রাস্তায় গাইড ওয়াল রয়েছে ৪৩৪ মিটার ।

কাজটি শুরু হয় গত বছরের শেষের দিকে শেষ হবে চলতি বছরের ৩০ জুন ।মেসার্স তাবাসুম ট্রেডার্স নামে ডুমুরিয়ার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছেন।

সরেজমিন গিয়ে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তার কয়েক স্থানে বাঁশ আবার কয়েক স্থানে ইট বালু সিমেন্ট দিয়ে গাইড ওয়াল দেয়া হয়েছে । নির্মানাধীন রাস্তা কয়েক স্থানে ঠসে গিয়েছে ।রাস্তার সোল্ডার ও প্লাসাইডিং এ মাটি নেই ।রাস্তা বিভিন্ন অংশে নিম্নমানের ইটের খোয়া দিয়ে লবণ পানি দিয়ে রুলার করে কার্পেটিং করার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে ।

এলাকাবাসির দাবি কাজটি মুল ঠিকাদারের কাছ থেকে কিনে কাজটি করছেন পাইকগাছার আব্দুস সামাদ।তাকে অনিয়মে সহযোগিতা করছনে সহকারি প্রকৌশলী আফজাল হোসেন।
স্থানীয় বাসিন্দা আবু মুছা গাজি ,নজরুল ইসলাম ,মারুফ বিল্লাহসহ একাধিক ব্যক্তির অভিযোগ ,ইঞ্জিনিয়ার অফিসের লোকের সামনেই বাঁশ দিয়ে গাইড,নিম্ন মানের বালু ও খোয়া দিয়ে দায়সারা গোছের রাস্তার কাজ করলেও অজ্ঞাত কারণে তারা দেখেও না দেখার ভান করছেন।

ইউসুফ গাজি বলেন, রাস্তর দুই পাশে কয়েকটি স্থানে ভাঙন সৃষ্টি হয়েছে সেটা মেরামত না করেই চলছে রাস্তা নির্মাণের কাজ। তিনি আরও বলেন ভাঙন কবলিত স্থানে মাটি ভরাট না করে রাস্তার উপর খোয়া বিছিয়ে রোলার দিয়ে সমান করা হয়েছে ।

তিনি আরো বলেন, এখন বৈশাখ মাস ঝড় বৃষ্টির মৌসুম সামান্য বৃষ্টিতে এই রাস্তার বাকি অংশ ধসে পড়ার সম্ভাবনা আছে কিন্তু এ বিষয়ে প্রতিবাদ করলেও কোন কিছু তোয়াক্কা না করে ইচ্ছামতো কাজ চালাচ্ছেন ঠিকাদার ।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তাবাসসুম ট্রেডার্সের সত্বাধিকাী প্রিন্স এর সাথে মুঠো ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি । কাজটি দেখার করা আব্দুস সামাদ কাজটি ক্রয়ের কথা অস্বিকার করে বলেন ,কাজটি আমার সালার লাইসেন্স এ আমি করছি ।সিডিউল অনযুয়ী কাজ করা হচ্ছে ।

যতটুকু গাইড ওয়াল ধরা আছে ততটুকু দেয়া হয়েছে ।নিম্ন মানের খোয়ার ব্যাপারে বলেন ফিনিসিং করতে সামান্য কিছু খারাপ মানের খোয়া ব্যবহার করা হয়েছে।কাজ সমাপ্তের আগে সকল সমস্যা সমাধান করে দেয়া হবে ।

উপজেলা সহকারী প্রকৌশলী আফজাল হোসেন বলেন, রাস্তারা কাজে কোনো সমস্যা নেই, সবকিছু নিয়ম মাফিক ঠিকঠাকভাবে হচ্ছে।

যারা নিম্ন মানের বলছেন তারা মিথ্যা ও বানোয়াট কথা বলেছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।