নড়াইল প্রতিনিধি || এ দেশে সংখ্যালঘু বলে কোন কিছু নেই। এদেশ আমার, এ দেশ আপনার। আমরা রোহিঙ্গা বা উদ্বাস্তু নই। এদেশে বসবাসকারী সকলের সমান অধিকার রয়েছে। যদি কোন মহল আপনাদের ওপর হামলা বা নির্যাতন করে, আমাকে জানাবেন, আমি তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেবো।
আমি বিগত ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে নির্বাচন করেছিলাম। সামনে জাতীয় নির্বাচন, ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই। এজন্য আমি সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা চাই। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের পাশে আছি, সাথেই আছি। হিন্দু ধর্মাবলম্বীদের উপর কোন প্রকার নির্যাতন সহ্য করা হবে না।
আপনাদের সার্বিক নিরাপত্তা বিএনপি সহ এনপিপির পক্ষ থেকে নেয়া হবে। হিন্দু মুসলমান পরস্পর সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ ভাবে বসবাস করবো আমরা সকলে।
সোমবার (১২ মে) দুপুর ১টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার প্রানকেন্দ্র লক্ষ্মীপাশায়
অবস্হিত ঐতিহ্যবাহী প্রাচীন ধর্মীয় উপাসনালয় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির প্রাঙ্গণে শুভ বৈশাখী পূর্ণিমা তিথি ও সিদ্ধেশ্বরী কালি মাতার ৩৮তম অভিষেক বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান, জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মধুসূদন শীলের সভাপতিত্বে ও সহ-সম্পাদক সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনপিপি নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন, নড়াইল সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো: বেলাল আহম্মেদ, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক শিব প্রসাদ ভট্টাচার্য, সহ সম্পাদক কিশোর রায়, প্রচার সম্পাদক কাজল পাল, এনপিপি লোহাগড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস, সৈয়দ গোলাম কিবরিয়াসহ প্রমূখ।
এদিকে বৈশাখী পূর্ণিমা তিথি উদযাপন উপলক্ষে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির চত্বরে গ্রামীণ মেলার আয়োজন করেছে।
মেলায় হরেক রকম বাহারি পণ্যের পশরা দিয়ে বসেছে দোকানিরা। দূর দূরান্ত থেকে আগত ভক্ত অনুরাগী এসেছে মন্দির প্রাঙ্গণে।
পরে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।