খুলনার খবর ||১২ মে ২৫ তারিখ সকাল ১১ ঘটিকায় রেলওয়ে পুলিশের আয়োজনে খুলনা রেলওয়ে পুলিশ সুপারের কার্যালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি জনাব সরদার তমিজউদ্দীন আহমেদ, বিপিএম।
আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অপরাধের তুলনামূলক চিত্র তুলে ধরার পাশাপাশি অপরাধ দমনে গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে সফলতা এবং ব্যর্থতা চিহ্নিত করে ভবিষ্যৎ পরিকল্পনা ও চ্যালেঞ্জসমূহ নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। আলোচনায় পুলিশ কমিশনার খুলনা মহানগরীকে একটি নিরাপদ শহরে পরিণত করার জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বেশকিছু সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার কথা তুলে ধরেন। তিনি বলেন, কেএমপি আশা করে সকলের সমন্বিত প্রয়াসের মাধ্যমে চ্যালেঞ্জসমূহ জয় করে খুলনা মহানগরকে একটি নিরাপদ শহরে পরিণত করা সম্ভব হবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিপিএম; খুলনা রেলওয়ে পুলিশ সুপার জনাব নিকুলিন চাকমা; কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ আবু তারেক; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-সেবা-সহ রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।