1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
যশোরে নির্মানধীন ভবন থেকে পড়ে দুই ইঞ্জিনিয়ারসহ নিহত ৩ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে খুলনা বিএনপি’র মাসব্যাপী কর্মসূচি গ্রহণ ১৬ বছরে পা রাখলো দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর.কম জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ – বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনায় ” জুলাই স্মৃতি মঞ্চ” “জুলাই স্মৃতি কর্নার” আয়োজনের অনুমতি চেয়ে ডিসির কক্ষে অবস্থান খুলনায় জিয়া হল প্রাঙ্গণে মেলার আয়োজন বন্ধে ইমাম পরিষদের যশোর পৌর কাউন্সিলর বাবুলকে আবারও ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি তেরখাদায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও ধান বীজ বিতরণ ২৬ জুলাই খুলনায় চরমোনাই পীরের সমাবেশ অভয়নগরে শত কোটি টাকার ভৈরব সেতু অভিভাবকহীন, ১৬ মাস নেই বিদ্যুৎ ভালোবাসায় টানে-সুদূর-চীন-থেকে ছুটে এলেন যুবক করলেন-বিয়ে শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গঠন ঐক্য ছাড়া সম্ভব নয়’ নায়কের মুখের গন্ধ, চুম্বনের দৃশ্যের পর অসুস্থ হয়ে পড়েছিলেন বিপাশা বাসু পুলিশ কমিশনারের পদত্যাগ দাবিতে ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ মোরেলগঞ্জে বিএনপির বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথি বিএনপি নেতা কাজী শিপন কয়রায় সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মতবিনিময় দিঘলিয়ায় ডিলার নিয়োগে উন্মুক্ত লটারী নারীদের স্বনির্ভর করে গড়ে তোলা বিএনপি’র প্রধান লক্ষ্য- দিঘলিয়ায়  জুলফিকার আলী জুলু সাতক্ষীরা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা, আহত অন্তত ১০ দিঘলিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

খুলনার স্ট্রিট ফুডের তালিকায় জনপ্রিয় ‘ ডিম ঘোটা’

  • প্রকাশিত : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৫১ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||খুলনা মহানগরীকে বর্তমানে স্ট্রিট ফুডের নগরী বলা যেতে পারে। নগরীর বিভিন্ন স্থানে স্ট্রিট ফুডের নানা পসরা নিয়ে বসে দোকানিরা। বিকাল থেকে শুরু হওয়া এই সকল দোকান চলে রাত পর্যন্ত। তবে স্ট্রিট ফুডের তালিকায় জনপ্রিয় হচ্ছে ‘ ডিম ঘোটা ’।

খুলনার নিউ মার্কেট এলাকায় বসে এই ডিমের ঘোটা বাজার।

যার মধ্যে বিখ্যাত আবুল কালামের ‘ ডিম ঘোটা ’ ভাজা। ‘ ডিম ঘোটা ’ এ আবার কেমন ডিম! এটা কি আসলেই ডিম না অন্য কিছু? তবে এ ডিম নিয়ে যতই কৌতূহল থাকুক না কেন, এটা আসলেই ডিম ভাজা।

খুলনার বায়ান্ন বছর বয়সের আবুল কালাম নামে একজন ব্যক্তি ২৫ বৎসর ধরে পেঁয়াজ ও মরিচের সঙ্গে নানা ধরনের মসলা দিয়ে ভেজে তৈরি করেন এই ডিম। যার নাম তিনি নিজেই দিয়েছেন ‘ডিম ঘোটা ’। সেই রকম দেখতে সেই রকমই স্বাদের  ডিম ঘোটা’।

খুলনা মহানগরীর নিউমার্কেটের পাশে বায়তুন নূর মসজিদ কমপ্লেক্সের সামনে সন্ধ্যার পর ভোজনরসিকদের ভিড় জমে এ খাবারকে কেন্দ্র করে।

বায়তুন নূর মসজিদের পাশের জায়গাটুকু এখন ভোজন বিলাসীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। এখানে শুধু ঘোটা ডিমই নয়, মিলছে নানা রকমের ফাস্ট ফুড, বিরিয়ানি, কফি, শরবতসহ আরও অনেক ধরনের খাবার। দোকানগুলোকেও সাজিয়ে তোলা হয়েছে নজরকাড়াভাবে।

নিউমার্কেটের পাশে বায়তুন নুর মসজিদের পাশে ঘোটা ডিম বিক্রেতা  কালাম খুলনার খবর  কে বলেন, প্রতিদিন বিকেল ৪টা থেকে শুরু করে বিক্রি চলে রাত ১০ টা নাগাদ। নানা আইটেমে এখানে ডিম বিক্রি হয়।

সিদ্ধ, নরমাল ভাজি এবং  ডিম ঘোটা। তবে সবচেয়ে বেশি বিক্রি হয় ঘোটা ডিম। প্রতিদিন প্রায় ২শ থেকে আড়াইশ ডিম বিক্রি করেন। এর মধ্যে ঘোটা ডিমের সংখ্যাই সবচেয়ে বেশি।

হাঁসের ডিম ৩০ টাকা, দেশি মুরগির ডিম ৩০ টাকা আর ফার্মের মুরগির ডিম ২৫ টাকায় বিক্রি হয়। চার ঘণ্টার এ সময়ে তাদের আয় হয় এক হাজার থেকে দেড় হাজার টাকা।
ডিম বিক্রেতা কালাম জানান, দিনের বাকি সময়টা তাদের কেটে যায় ডিম পরিষ্কারসহ মসলা তৈরির পেছনে। এসব কাজ শেষ হলে শুরু হয় ডিম বিক্রির পালা। ডিম বিক্রি করেই তাদের সংসার চলে। তিনি নিজে একাই বিক্রি করেন। এক সন্তানের জনক তিনি।

ক্রেতা মারুফ শেখ বলেন, বায়তুন নূরের ভিতরেই আমার মোবাইল সার্ভিসিং দোকান। আমি প্রতিদিন ২ টা করে খাই।
তিনি বলেন, এখানে যারা খেতে আসেন, তারা যাওয়ার সময় পরিবার-পরিজনদের জন্যও নিয়ে যান। মসজিদের পাশের সামান্য জায়গাটুকুতে ক্রেতাদের ভিড়। খোলা আকাশের নিচে বসে ঘোটা ডিমের স্বাদ নিচ্ছেন ভোজনরসিকরা। তবে এদের মধ্যে তরুণ-তরুণীদের সংখ্যাই বেশি।

এখানে খেতে আসা সুন্দরবন কলেজের ছাত্রী অধরা খুলনার খবর  কে বলেন, এখানে তিনি প্রায়ই খেতে আসেন। খোলা আকাশের নিচে বসে খাওয়ার মজাই আলাদা।

সিটি কলেজের ছাত্র  মাহাবুব হাসান ও নাদীম খুলনার খবর  কে বলেন, ডিম ঘোটা নামটাই একটা অন্যরকম। সবকিছুর দাম ক্রেতাদের নাগালের মধ্যে।

সব আইটেমই সুস্বাদু।

তাই বন্ধুদের নিয়ে মাঝে মধ্যে চলে আসি চাচার এখানে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।