খুলনার খবর ||বেসরকারি পাট, সুঁতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন (রেজি-১০) খুলনায় সাত দফা দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে বন্ধ মিল চালু, ন্যূনতম মজুরি নির্ধারণ, ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করা এবং শ্রমিকদের পাওনা পরিশোধ।
এসব দাবিতে ১৬ মে থেকে কর্মসূচিও ঘোষণা করেছে সংগঠনটি।
১৪ মে বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি গোলাম রসুল খান, আজিজুল ইসলাম ফরাজী, সাইফুল্লাহ তারেক, মাহফুজুর রহমানসহ আরও অনেকে।
সংগঠনের নেতারা বলেন, একদিকে রাষ্ট্রীয় অর্থে গড়ে তোলা বেসরকারি পাট ও টেক্সটাইল মিলগুলো নানা অজুহাতে বছরের পর বছর বন্ধ, অন্যদিকে শ্রমিকেরা পাচ্ছেন না ন্যায্য মজুরি, ট্রেড ইউনিয়নের অধিকার বা সামাজিক নিরাপত্তা। মিল মালিকরা সরকারের প্রণোদনা বা ঋণ সুবিধা নিয়ে অন্য খাতে বিনিয়োগ করলেও শ্রমিকদের পাওনা পরিশোধ করছেন না।
দাবিসমূহ:
১) বন্ধ মিল চালু করতে হবে, ২) চূড়ান্ত হিসাবসহ শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে, ৩) ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করতে হবে, ৪) শ্রমিকদের স্থায়ীকরণ ও তাদের সব আইনানুগ সুবিধা দিতে হবে, ৫) সর্বনিম্ন ১৫ হাজার টাকা মজুরি নির্ধারণ করতে হবে, ৬) রেশনিং, প্রসূতি ভাতা ও দুর্ঘটনায় ক্ষতিপূরণ চালু করতে হবে, ৭) দুই ঈদে দুটি উৎসব বোনাস নিশ্চিত করতে হবে।
ঘোষিত কর্মসূচি:
১৬ মে বিকেল ৪টায় সোনালী জুট মিল গেট থেকে জনতা মার্কেট পর্যন্ত বিক্ষোভ মিছিল, ২০ মে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ও অনশন, দাবি পূরণ না হলে রাজপথ ও রেলপথ অবরোধের কর্মসূচি
নেতারা আরও বলেন, শ্রমিকরা বারবার আন্দোলন করেও আশ্বাস ছাড়া কিছু পায়নি। কর্মসংস্থান ও উৎপাদনহীনতা দুই দিক থেকেই এই অব্যবস্থাপনা দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। তাই অবিলম্বে এই খাতকে সচল করে শ্রমজীবী মানুষের মর্যাদা ও অধিকার ফিরিয়ে দিতে হবে।
সংবাদ সম্মেলন থেকে তাঁরা সরকারের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান এবং শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে গণমাধ্যমসহ সব মহলের সহানুভূতি প্রত্যাশা করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।