খুলনার খবর ||জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মুক্তরায় চৌধুরীর নেতৃত্বে মঙ্গলবার (১৩ মে) দিনগত রাত পৌনে ১১টায় ফুলতলায় ধানভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৫৮৮৫) তল্লাসী চালিয়ে ৭ বোতল বিদেশী মদ উদ্ধার এবং ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে।
গ্রেফতারকৃতদের বুধবার (১৪ মে) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, ফুলতলার উত্তর আলকা গ্রামের উত্তম কুন্ডুর মালিকাধীন ওই ট্রাকে সাতক্ষীরার ভোমরা বর্ডার এলাকা থেকে নওয়াপাড়া মজুমদারের ধান বোঝাই করে নিয়ে যাচ্ছিল।
কিন্তু চালক ও হেলপার সুকৌশলে ট্রাকের চ্যাসিসের নিচে গুপ্ত কুঠুরীর মধ্যে বিদেশী মদ রেখে দেয়।
এ সময় ওই ট্রাকে তল্লাসী চালিয়ে ৭ বোতল বিদেশী মদ উদ্ধার এবং ট্রাকের চালক দামোদর গ্রামের মতিয়ার রহমানের পুত্র আজিবর রহমান ওরফে টুলু (৪০) ও হেলপার আলকা গ্রামের কুন্ডু পাড়ার রাজ কুমার কুন্ডুর ছেলে রিক কুন্ডু ওরফে শান্ত প্রবীর কুন্ডু (২৮) কে গ্রেফতার করে।
এ ব্যাপারে এসআই হাসানুজ্জামান বাদি হয়ে আজিবর রহমান ও রিক কুন্ডুকে আসামী করে ফুলতলা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।