খুলনার খবর || আগামী ১৭ মে ২০২৫ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের যৌথ উদ্যোগে খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে অনুষ্ঠিতব্য তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফলে প্রস্তুতি সভা আয়োজন করা হয়েছে।
আজ ১৪ মে নগরীর সোনাডাঙ্গা থানাধীন তেতুলতলার ১৯ নং ওয়ার্ড বিএনপি’র কার্যালয়ে প্রস্তুতি সভা আয়োজিত হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।
তিনি বলেন, এবারে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে জনগণের প্রত্যাশা হচ্ছে তরুণ সমাজ ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং সেই সরকারই হবে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার সরকার, সেখানে নেতৃত্ব দেবেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রনেতা ও খুলনা মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক সোনাডাঙ্গা থানা বিএনপির আসাদুজ্জামান মুরাদ,আরিফুজ্জামান আপু সহ অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ |
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।