খুলনার খবর ||আজ ১৫/০৪/২০২৫ তারিখ সকাল ০৯:০৫ ঘটিকায় খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন তেলিগাতি সরদারপাড়া জামে মসজিদের সামনে দিলীপ কুমার সরকার(৫৭), পিতা- নিহার কান্তি সরকার, সাং- তেলিগাতি দক্ষিণপাড়া, থানা- আড়ংঘাটা, খুলনা মহানগরীকে চাদা না পেয়ে, অজ্ঞাতনামা ২জন দূর্বৃত্তরা মাথায় হেলমেট পড়ে এসে বাম পায়ের হাঁটুর উপরে গুলি করে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ০৯:৪০ ঘটিকায় সার্জারি-০২ বিভাগে ভর্তি করেন।
বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি-০২ বিভাগে চিকিৎসাধীন আছেন।
উল্লেখ্য, গোয়েন্দা নজোরদারি অব্যাহত রয়েছে,
প্রাথমিকভাবে জানা যায় সন্ত্রাসী সংগঠক / গ্রুপের লোক এই ধরনের কাজ করতে পারে বলে বিশ্বস্ত সূত্রে/মন্তব্যে জানা যায়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।