খুলনার খবর ||খুলনায় ওয়ালটনের ‘মিলিয়নেয়ার অফার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ১৫ ই মে ২০২৫।
নগরীর ময়লাপোতা মোড়ের গ্রান্ড প্যালেস হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন করেন খুলনার দুই কৃতি সন্তান—জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান ও জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ।
উদ্বোধন শেষে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনসাধারণের মাঝে ওয়ালটনের নতুন অফার সম্পর্কে প্রচার চালায়।
অনুষ্ঠানে ওয়ালটনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে তারা ডিলারদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
ওয়ালটনের এই ‘মিলিয়নেয়ার অফার’ সারা দেশে বিক্রয় কার্যক্রমে আরও গতি আনার পাশাপাশি সাধারণ ক্রেতাদের জন্য নানা পুরস্কার প্রাপ্তির সুযোগ তৈরি করবে বলে জানিয়েছেন কোম্পানির কর্মকর্তারা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।