1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
স্বতন্ত্র প্রার্থী খুলনার মুশফিক হতে চান! খুলনার মেয়র  অনৈতিক কাজ করলে বিএনপি থেকে বহিষ্কার: আজিজুল বারী হেলাল তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা তেরখাদায় মানব পাচার প্রতিরোধ কমিটির কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ক সভা কেশবপুরে যশোর জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কেশবপুরে দলিতের আয়োজনে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত ১৭ তারিখের তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে কৈয়া বাজারে লিফলেট বিতরণ ১ নং ওয়ার্ড রাজ বাঁধে বিশ্ব শান্তি কামনায় মঙ্গল ঘট স্থাপন ও পূজার উদযাপন অনুষ্ঠিত দিঘলিয়ার যোগীপোল আশীর্বাদ এজি স্কুল শিশুদের মাঝে ভালোবাসার উপহার বিতরণ ২০২৫ বটিয়াঘাটার মেয়ে পুষ্পিতা মন্ডল কবিতা আবৃত্তিতে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন কালিগঞ্জে মানব পাচার প্রতিরোধে রেফারেল পাথ‌ওয়ে নেটওয়ার্ক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত দিঘলিয়ার বারাকপুর ইউনিয়ন বিএনপি’র  দ্বিবার্ষিক সম্মেলন পচা মাংস বিক্রি করার অভিযোগে হোটেল  আটক, ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা সার্কিট হাউজে তারুণ্যের সমাবেশ শনিবার খালিশপুরে মা”দক ব্যবসা ও আধিপত্য বিস্তারের জেরে যুবক কে ছু”রিকাঘা”ত খুলনায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’…স্থান পরিবর্তন!  সার্কিট হাউস ময়দান  ভারতে অ্যাপলের কারখানা তৈরির বিরোধীতা ট্রাম্পের নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রির সমমান করার ১ দফা দাবিতে শাহবাগ অবরোধ, দুর্ভোগে সাধারণ মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৮ জনঃ কেএমপি

সার্কিট হাউজে তারুণ্যের সমাবেশ শনিবার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৫ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||তরুণদের রাজনৈতিক ভাবনা তুলে ধরতে খুলনায় ছাত্র-যুব ও স্বেচ্ছাসেবক দলের দুটি কর্মসূচি শুক্রবার (১৬ মে) শুরু হচ্ছে। কর্মসূচির প্রথমে দিনে শুক্রবার (১৬ মে) বিকালে ‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হলে এবং পরদিন শনিবার ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ খুলনা ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হবে।

খুলনা ও ররিশাল বিভাগের তরুণ নেতাকমীরা এ কর্মসূচিতে অংশ নেবেন। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজক।

বৃহস্পতিবার (১৫ মে) খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে এক সংবাদ সম্মেলনে যুবদল কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এ তথ্য জানান। তিনি বলেন, বিএনপি তারুণ্যের ভাবনাকে গুরুত্ব দিচ্ছে। আগামীর নেতৃত্বে তরুণরা প্রধান্য পাবেন। এসব বিষয় সামনে রেখে এ কর্মসূচি নেওয়া হয়েছে। সেমিনারের অতিথিরা সকলেই পেশাজীবী। আবার অংশগ্রহণকারীরা বিভিন্ন পর্যায়ের সাধারণ তরুণ। যারা রাজনীতিতে সম্পৃক্ত নন। এখানে তারা কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি, পরিবেশ ও রাজনৈতিক অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতামত ও ভাবনা তুলে ধরবেন।

যুবদলের এই শীর্ষ নেতা আরো বলেন, গুপ্ত সংগঠনের নামে যে ‘মব’ কালচার চলছে, সেটি চলতে পারে না। তরুণদের এসবে বাইরে থাকতে হবে।

কর্মসূচির ১ম দিন শুক্রবার (১৬ মে) বিকাল ৩টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে সেমিনার ও ২য় দিন শনিবার (১৭ মে) দুপুরে খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হবে।

তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবারের (১৫ মে) সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেকসহ স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এদিকে দলীয় সুত্র জানায়, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে হবে তারুণ্যের মহামিলন। এখানে সমবেত হবেন দেশের নানান শ্রেণি-পেশা, বিশ্বাস, মতাদর্শ ও সামাজিক পটভূমি থেকে উঠে আসা তরুণ-তরুণীরা। যারা স্বপ্ন দেখেন একটি আধুনিক, ন্যায্য ও মানবিক বাংলাদেশের। তাদের সঙ্গে থাকবেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নিবেদিত প্রাণ নেতাকর্মী ও সমর্থকবৃন্দ। যারা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ।

বিগত ১৬ বছর বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাকস্বাধীনতা ফিরে পাওয়ার জন্য, হারানো গণতন্ত্রকে পুন:রুদ্ধারের জন্য এবং একটি দৃশ্যমান ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছে। ১৭ তারিখের সমাবেশের মাধ্যমে তরুণরা একাত্মতা প্রকাশ করবেন। এই সমাবেশ থেকেই তারুণ্যের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হবে। দেশের জনসংখ্যার বড় অংশই তরুণ। জুলাই -আগস্ট গণ-অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন এই তরুণেরা। দেশের নানাবিধ কাজে আমরা এখনও পুরোপুরিভাবে তরুণদের যুক্ত করতে পারি নাই। বিএনপি এই তরুণদের মেধা, জ্ঞান এবং তাদের স্বপ্নকে ধারণ করতে চায়।

পৃষ্ঠপোষকতা দিয়ে তরুণদের দেশের উন্নয়নে কাজে লাগাতে চায়। তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ প্রথম কোন রাজনৈতিক দল হিসেবে বিএনপির এক যুগান্তকারী কর্মসূচি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই আয়োজন নিশ্চয়ই একটি মাইলফলক। এই কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অভিনব নেতৃত্ব এবং নির্দেশনার উজ্জ্বল স্মারক।

সেমিনারে আলোচক যারা:
শুক্রবার খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে আলোচক থাকবেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ড: আজিজুল হক, সহযোগী অধ্যাপক, মেডিকেল ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলিনা, যুক্তরাষ্ট্র, ফাহিম মাশরুর, প্রতিষ্ঠাতা, বিডিজবস, ড: মারুফ মল্লিক, রাজনৈতিক বিশ্লেষক ও প্রভাষক, ডিডব্লিউ একাডেমি, জার্মানি, রেজাউল করিম রনি, চিন্তক ও সম্পাদক, জবান, ডা: সায়েম মোহাম্মদ, চিকিৎসক, এ এম জেড হাসপাতাল, ড: সাইফুল ইসলাম খন্দকার, অধ্যাপক, ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র, শাহীর চৌধুরী, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, শিখো, ড: শামীমা সুলতানা, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ড: তৌফিক জোয়ার্দার, সহযোগী অধ্যাপক, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর প্রমূখ।

প্রস্তুতি সভা:
সেমিনার সফল করতে বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি হোটেলে প্রস্তুতি সভা করেছেন খুলনা মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, জেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মাঠ পরিদর্শন:
বৃহস্পতিবার (১৫ মে) বিকালে খুলনা সার্কিট হাউজ ময়দান পরিদর্শণ করেছেন কেন্দ্রীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। এসময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন।

যে কারণে জিয়া হল থেকে সমাবেশ সার্কিট হাউজ ময়দানে:
১৭ মে (শনিবার) বিকাল ৩টায় খুলনা সাকির্ট হাউজ ময়দানে অনুষ্ঠিত হবে ছাত্র-যুব ও স্বেচ্ছাসেবক দলের ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’। এই সমাবেশ হওয়ার কথা ছিলো নগরীর জিয়া হল চত্বর (শিববাড়ি মোড়)।

বৃহস্পতিবার বিকালে নেতৃবৃন্দ ভ্যানু পরিদর্শনকালে অনুভব করেন শনিবারের সমাবেশে খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের প্রায় ২/৩লক্ষাধিক মানুষের সমাগম হবে। সেক্ষেত্রে নগরীর অধিকাংশ সড়ক বন্ধ হয়ে যাবে।

নগরবাসির দুর্ভোগ লাঘবে জিয়াহল চত্বর থেকে সমাবেশস্থল সাকির্ট হাউজ ময়দানে স্থানান্তর করা হয়।

প্রস্তুতি:
সেমিনার ও সমাবেশকে কেন্দ্র করে প্রস্তুতি সভা, নগরীতে পোষ্টারিং, মাইকিং ও লিফলেট বিতরণ করেছে নেতাকর্মীরা। অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম ঢাকা থেকে আসবে।

১৭ মে সমাবেশ শেষে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।