তেরখাদা প্রতিনিধি ,খুলনা ||১৪ মে সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির কার্যকর কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারী কমিশনার( ভূমি ) আঁখি শেখ।
স্বাগত বক্তৃতা করেন জাস্টিস এন্ড কেয়ার এর প্রোগ্রাম অফিসার জান্নাতুল ফেরদৌস। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক , উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান , উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুদ রানা , উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ , সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শারাফাত হোসেন দিপু , ইখড়ি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান , জাস্টিস এন্ড কেয়ার এর প্রোগ্রাম অফিসার আসমা সুলতানা সুচি , জাস্টিস এন্ড কেয়ার এর ফিল্ড ফ্যাসিলিটেটর রেজওয়ানা সুলতানা নিশাত।
এছাড়াও অন্যান্য সদস্যবৃন্দ সভায় বক্তৃতা করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।