মোঃফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি ||কয়রায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর ও সাংবাদিক আমিরুল ইসলাম কাগজীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় প্রতাপ স্মরণী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক শাহাবাজ হোসেনের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর বিশিষ্ট সাংবাদিক আমিরুল ইসলাম।
এ সময় তিনি উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বাংলাদেশের ১৮ কোটি মেধাকে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নেই। এই মেধাকে কাজে লাগানোর একমাত্র উপায় হলো জাতিকে পরকল্পিত উপায় সঠিকভাবে শিক্ষিত করে তোলা।
বিগত ফ্যাসিস্ট সরকার সেই শিক্ষাকে সবচেয়ে বেশি অবহেলায় পরিচালিত করেছে। তারা শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশকে অস্থিতিশীল করে রেখেছিল। বিগত আওয়ামী সরকার বেশি ব্যস্ত ছিল দেশের অর্থ লুটপাট, অর্থ পাচারে। এই পাচার করা অর্থ সামান্য অংশ যদি শিক্ষাখাতে ব্যায় করত তা হলে জাতি সুশিক্ষায় শিক্ষিত হতো।
এখন সময় এসেছে সব ক্ষেত্রেই পরিবর্তন আনতে হবে। শিক্ষক রোকনুজ্জামানের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রনজিত কুমার সরকার, শিক্ষক আ. রহিম, অবসরপ্রাপ্ত মাদ্রাসার সুপার মাওলানা গোলাম মোস্তফা, অভিভাবক সদস্য ফজলুল হক গাজী, শিক্ষার্থী সাদিয়া সুলতানা সিফা, আবিদুজ্জামান রাজা প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।