মোঃ রফিকুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি ||যশোরের শার্শায় বিদ্যুৎ স্পৃষ্টে রাকিব হাসান( ৩০) নামে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ই) মে দুপুরে লক্ষণপুর দারুল হাদীস দাখিল মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল হাসান লক্ষণপুর ইউনিয়নের খামারপাড়া গ্রামের রফিউদ্দীনের ছেলে। সে লক্ষণপুর দারুল হাদীস দাখিল মাদ্রাসায় নৈশ প্রহরীর কাজ করতো।
মাদ্রাসার শিক্ষক ইদ্রিস আলী ও শিক্ষার্থীরা জানাই, কদিন যাবত মাদ্রাসার নিচতলার একটি কক্ষে, একটি ফ্যান বিকল হয়ে আছে, ফ্যানটি ঠিক করার জন্য, অসচেতন ভাবে সুইজ বন্ধ না করে, সংযোগ দিতে গিয়ে অন্য একটি তারের সংস্পর্শ করলে, এতেই তিনি বিদ্যুতিক স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
এ সময় শিক্ষক ও স্থানীয়রা ছুটে এসে, তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে পথিমধ্যে সে মৃত্যুর কোলে ঢোলে পড়ে।
লক্ষণপুর দারুল হাদিস দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল ওহাব, নৈশ প্রহরী রাকিব হাসান বিদ্যুৎ স্পর্শে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।