মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি||যশোরে পলেটেকনিক ইন্সটিটিউট শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান শিকদারকে আটক করেছে পুলিশ।
ঝিকরগাছা উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে ককটেল বিস্ফোরণ ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝিকরগাছা থানা পুলিশ তাকে আটক করেছে।
ইমরান শিকদার যশোর ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের কাশেম শিকদারের ছেলে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জি.এম. ইমরান হোসেন রাজু জানান, ইমরান শিকদার অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে নাশকতার পরিকল্পনা করছিল।
তারই অংশ হিসেবে গত বছরের ১৭ ডিসেম্বর বিকেলে জয়কৃষ্ণপুর গ্রামের জামতলা মোড়ে ইমরানসহ তার সহযোগিরা একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করে।
এসময় পুলিশ ঘটনাস্থলে হাজির হলে তারা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় ।
এঘটনায় মামলা হয়, ওই মামলায় তাকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, ইমরান শিকদার পূর্বেও চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।