মোঃ আলমগীর হোসেন, নড়াইল প্রতিনিধি ||নড়াইলের লোহাগড়া উপজেলার চাঞ্চল্যকর টোকন মীর (৬০) হত্যাকান্ডের এজাহারভুক্ত অন্যতম আসামী আ:রাজ্জাক মীরকে (৬১) গ্রেফতার করেছেন নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (১৬ মে) ভোররাতে মাদারীপুর সদর থানার উত্তর ঝিকরহাটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
নড়াইল জেলা গোয়েন্দা শাখার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহাদারা খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃত আ:রাজ্জাক মীর লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামের মৃত বিলায়েত মীরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার এসআই গৌতম, এসআই আলীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আ:রাজ্জাক মীরকে মাদারীপুর সদর থানার উত্তর ঝিকরহাটি গ্রাম থেকে ভোররাতে গ্রেফতার করেছেন।
উল্লেখ্য, গত ৭ মে সন্ধ্যায় লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে ফেরদৌস মীর ও তার চাচাতো ভাই টোকন মীরের পরিবারের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্ক বিতর্ক হয়।
এক পর্যায়ে আ:রাজ্জাক মীর, ফেরদৌস মীর, রাজ্জাক মীর ও তার ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে টোকন মীরের বাড়িতে হামলা চালায়।
এসময় দুর্বৃত্তরা টোকন মীরকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে টোকন মীরের অবস্থা অবনতি হলে তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন ৮ মে তিনি
মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা শাখার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহাদারা খান বলেন, ‘ অল্প সময়ের মধ্যে টোকন হত্যাকাণ্ডের এজাহারনামীয় আসামি আ:রাজ্জাক মীরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি, বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।