মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর প্রতিনিধি || পুলিশ ও খাদিজার পারিবারিক সূত্র থেকে জানা যায়, চার বছর আগে হেলাল ও সামিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। তবে দাম্পত্য কলহের জেরে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। সামিয়া শহিদুল ইসলামকে বিয়ে করে খাদিজাকে নিয়ে সংসার শুরু করেন। গত ১৫ মে রাতে শহিদুল ইসলামের বাড়িতে খাদিজা অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায়। রাত ১২টার দিকে শিশুটির খালা ফোনে পিতা হেলালকে মৃত্যুর খবর জানান।
খাদিজার পিতা হেলাল হোসেন জানান, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এর জন্য তিনি প্রাক্তন স্ত্রী সামিয়া খাতুন ও তার স্বামী শহিদুলকে দায়ী করেন। লাশ দাফনের পর এ ঘটনায় তিনি মামলা করবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, ১৬ মে সকালে হেলাল এ অভিযোগ করেন। অভিযোগ আমলে নিয়ে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর তাকে বাবা হেলাল হোসেনের জিম্মায় দেয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে সত্যতা পেয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা গ্রহনের প্রক্রিয়া চলছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।