খুলনার খবর ||নড়াইলে নড়াগাতিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাটের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে।
এ হামলায় ওই নেতাসহ কমপক্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (১৮ মে) বিকালে দিকে নড়াগাতি থানার যোগানিয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সরাসরি জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে দায়ী করে সন্ধ্যায় কালিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে সম্রাটের অনুসারীরা।
আহত আব্দুল লতিফ সম্রাটসহ গুরুতর আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুল লতিফ সম্রাটকে প্রাথমিক চিকিৎসা শেষে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।সংবাদ সম্মেলন নেতারা অভিযোগ করে বলেন, আব্দুল লতিফ সম্রাট কালিয়ার বেন্দারচর এলাকায় ঘোড়াদৌড় প্রতিযোগিতাতে প্রধান অতিথি হিসেবে যোগদানের উদ্দেশ্যে ঢাকা থেকে আসছিলেন।
গোপালগঞ্জ হয়ে যোগানিয়া এলাকা অতিক্রম করার সময়ই বহরকে লক্ষ্য করে প্রায় এক থেকে দেড়শ লোক হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোঁটা, রড ও দাহ্য পদার্থ দিয়ে বহরে থাকা অন্তত ২০ থেকে ২৫টি মোটরসাইকেল ভাঙচুর ও কয়েকটি মোটরসাইকেল আগুন দেয়। হামলায় ওই নেতাসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে নেতারা দাবি করেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্দেশে নড়াগাতী থানা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের একটি অংশ এই হামলা করেছে। হামলার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম মোবাইল ফোনে জানান, আমি বর্তমানে ঢাকাতে অবস্থান করছি। কে বা কারা এই হামলা করেছে আমারে জানা নেই। তবে আমার লোকজনের এখানে কোন সংশ্লিষ্টতা নেই। আমার বিরুদ্ধে অভিযোগ করে থাকে তাহলে তা মিথ্যা ও বানোয়াট।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, থানায় কোনো অভিযোগ করেনি। তবে ঘটনাটি জানার পর অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।