খুলনার খবর ||খুলনা বিশ্ববিদ্যালয়ের জার্নাল ‘কেইউ স্টাডিজ’ এর নতুন ভলিউম ২১(২) (জুলাই-ডিসেম্বর ২০২৪) প্রকাশিত হয়েছে।
আজ ২০ মে (মঙ্গলবার) বেলা ১১.৪৫ মিনিটে জার্নালের এডিটর ইন চিফ উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে এ ভলিউমের কপি এক্সিকিউটিভ এডিটর প্রফেসর ড. শেখ জামাল উদ্দিন এর কাছ থেকে গ্রহণ করেন। কেইউ স্টাডিজের সদ্য প্রকাশিত ভলিউমে ৩১টি গবেষণা নিবন্ধ স্থান পেয়েছে।
পরে কেইউ স্টাডিজ জার্নালের সদ্য প্রকাশিত ভলিউম এর কপি স্টাডিজের এডভাইজরি এডিটরিয়াল বোর্ডের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এর হাতে তুলে দেওয়া হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, আইআইএসএসসিই’র পরিচালক প্রফেসর ড. মোঃ রায়হান আলী, কেইউ স্টাডিজের এডিটর প্যানেলের সদস্য প্রফেসর ড. আব্দুস সোবহান মল্লিক ও প্রফেসর ড. মোঃ গোলাম সরোয়ার উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।