খুলনার খবর ||বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা মঙ্গলবার (২০ মে) দুপুরে খুলনা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত। দিবসের এবারের প্রতিপাদ্য ‘সর্বকালেরই পরিমাপ সকলের জন্য’।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সঠিক পরিমাপ ছাড়া দৈনন্দিন জীবনে কোন কাজ সম্পন্ন করা সম্ভব নয়। সঠিক পরিমাপ আছে বলেই আমরা ভেজালমুক্ত ও সঠিক পরিমাপে পণ্য পায়। উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে বিপণনের প্রতিটি ধাপে পণ্যের মান ও পরিমান সঠিক রাখা প্রয়োজন। সকল পণ্য ভোক্তা সাধারণের কাছে পৌঁছে দিতে বিএসটিআই’র মনিটরিং জোরদার করা প্রয়োজন। মানসম্মত পণ্য পেতে ভোক্তাদেরও সচেতন থাকতে হবে। শিল্প, ব্যবসা-বাণিজ্য ও সেবার সকল ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতির সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক পদ্ধতি একক অনুসরণ করতে হবে। উৎপাদিত পণ্যের ওজন ও পরিমাপ বিষয়ে প্রচারের মাধ্যমে সবাইকে সচেতন করতে হবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, বেশি লাভের আশায় ওজনে কম দেওয়া যাবে না।
বিএসটিআই’র উপ-পরিচালক প্রকৌশলী রহিমা তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার ও খুলনা ক্যাবের সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড। ধন্যবাদ জানান বিএসটিআই’র উপ-পরিচালক (রসায়ন) এবিএম রইসুল আলম। অনুষ্ঠানে ব্যবসায়ী, ভোক্তা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।