আমি তাজুল হাসান সাদ, স্টাফ রিপোর্টার, খুলনার খবর, গত ২০ মে “কালিগঞ্জে জামায়াতের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া” শিরোনামে আমাদের নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের কিছু তথ্য যাচাই-বাছাই ছাড়া ও বিভ্রান্তিকরভাবে উপস্থাপিত হয়েছিল। যা ছিল অতিরঞ্জিত ও বাস্তবতাবিবর্জিত এছাড়াও অন্যান্য ব্যক্তিবর্গের উপস্থিতি ও ভূমিকাও স্পষ্টভাবে যাচাই না করেই প্রতিবেদনে তুলে ধরা হয়, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।
আমরা এ বিষয়ে দুঃখ প্রকাশ করছি এবং স্পষ্ট করে জানাচ্ছি যে, অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমরা দায়ভার স্বীকার করছি। ভবিষ্যতে এমন ভুল যেন না হয়, সে বিষয়ে আমরা আরও সতর্ক থাকবো।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।