এস.এম.শামীম দিঘলিয়া||দিঘলিয়ায় কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র ( টিটিসি) এসএসসি/সমমান পরীক্ষার্থীদের পরীক্ষা শেষে দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।
গতকাল সকাল ১০টায় দিঘলিয়া উপজেলার সেনহাটি কারিগরী প্রশিক্ষন কেন্দ্র ( টিটিসি) আয়োজিত উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফজলুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন, আরো উপস্থিত ছিলেন (টিটিসির) বিভিন্ন শিক্ষক বৃন্দ ও দিঘলিয়া উপজেলার বিভিন্ন বিশব্বিদ্যালয়ের প্রধান শিক্ষক,মাদ্রাসার শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার প্রশিক্ষণ, ইলেকট্রিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ড্রাইভিং ও বিভিন্ন কোর্সের ছাত্র ছাত্রীদের ক্লাস ও ট্রেনিং পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো:আরিফুল ইসলাম। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফজলুল হক, অফিসার ইনচার্জ এইচ এম শাহীন। পরিদর্শনকালে ছাত্র ছাত্রীদের মাঝে উপহার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে শুভেচ্ছা বিনিময় করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।