খুলনার খবর ||যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম (৫০)–কে কুপিয়ে ও গুলি করে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় উপজেলার সুন্দলী ইউনিয়নের বাড়েদা গ্রামের পিল্টু বিশ্বাসের বাড়িতে এ বর্বরোচিত ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম রাজনীতির পাশাপাশি একজন মৎস্যঘের ব্যবসায়ী ছিলেন। তিনি নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ধোপাদী গ্রামের মৃত ইব্রাহিম সরদারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সুন্দলী ইউনিয়নের বাড়েদা গ্রামে তরিকুলের মালিকানাধীন একটি বড় মৎস্যঘের রয়েছে। দীর্ঘদিন ধরেই ঘেরটি নিয়ে স্থানীয় একটি প্রভাবশালী গ্রুপের সাথে তাঁর বিরোধ চলছিল।
বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গ্রুপের ৬-৭ জন সদস্য কৌশলে তাঁকে ডেকে নিয়ে যায় পিল্টু বিশ্বাসের বাড়িতে। সেখানে ঘেরের আয় বাবদ ‘হারির টাকা’ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তারা তরিকুলকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।
হত্যাকাণ্ডের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। প্রতিশোধপরায়ণতা থেকে দুর্বৃত্তরা স্থানীয় বাজারের কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, খবর পেয়ে রাত ৮টার দিকে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর পিল্টু বিশ্বাসের বাড়ির সব সদস্য পলাতক রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) নূর-ই-আলম সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, “এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।
আমরা ইতোমধ্যে অভিযান শুরু করেছি। ডিবি টিম, থানা পুলিশ এবং দুইটি ফাঁড়ির সদস্যরা একযোগে কাজ করছে। জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”
এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, মাছের ঘেরকে কেন্দ্র করেই দীর্ঘদিনের বিরোধ এ রক্তাক্ত পরিণতি ডেকে এনেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।