ইমরুল ইসলাম ইমন খুলনার খবর ||খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এর সাথে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা শাখার এক মতবিনিময় সভা আজ শনিবার বিকাল ৩.৩০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এসময়ে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) র জাতীয় পরিষদ সদস্য ও খুলনা শাখার সমন্বয়কারী এবং খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ বাবুল হাওলাদার, সংগঠনের সদস্য যথাক্রমে: ছিলেন দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান নাগরিক নেতা এইচ এম আলাউদ্দিন, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন,
কবি, সাংবাদিক ও লেখক আবু আসলাম বাবু, প্রধান শিক্ষক সাঈদা পারভিন,অ্যাডভোকেট মেহেদী হাসান
খুলনা উন্নয়ন ফোরামের আসিফ ইকবাল, খুলনা আর্ট একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক চিএ শিল্পী মিলন বিশ্বাস, সাংবাদিক শাহীন হাওলাদার, কবি রহমত আলী, শিল্পী প্রবীর বিশ্বাস প্রমুখ।
এসময়ে নেতৃবৃন্দ ময়ূর নদের বিভিন্ন স্থানের অবৈধ দখল এবং সীমাহীন দূষণের চিএ ও নিষিদ্ধ ঘোষিত সিঙ্গেল ইউজড পলিথিন শপিং ব্যাগের নানামুখী ক্ষতির দিক তুলে ধরে এব্যাপারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন। নেতৃবৃন্দ বলেন ময়ূর নদের দখল দূষণ এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিনের আধিপত্যের কারণে খুলনার জলাবদ্ধতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।এর প্রভাবে মশার উপদ্রব , মশাবাহিত রোগ সহ এলাকার মানুষ প্রাণিকূলের স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পেয়েছে।
প্রয়োজন অবৈধ দখল উচ্ছেদ এবং পলিথিন বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা সহ আইনগত প্রদক্ষেপ গ্রহণ। এসময়ে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এব্যাপারে দ্রুত সময়ের মধ্যে আইনি পদক্ষেপ নেয়া হবে বলে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।
নেতৃবৃন্দ এছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মূল সড়কে অবাধে বাজারের ময়লা আবর্জনা ফেলে , বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী , কর্মকর্তা ও কর্মচারী সহ এলাকার জনগণের জীবন দুর্বিষহ করে তোলার কথা উল্লেখ করে এব্যাপারে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সমস্যা সমাধানের অনুরোধ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।