খুলনার খবর ||খুলনা প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আজ শনিবার (২৪ মে) ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত ক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই মেয়াদ বৃদ্ধি করা হয়।
এছাড়াও সভায় ক্ষতিগ্রস্ত প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে শহীদ মুক্তিযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র ও জনতা এবং মৃত্যুবরণকারী সকল সাংবাদিকের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বক্তৃতা করেন, ক্লাবের কার্যনির্বাহী সদস্য কৌশিক দে ও আহমদ মুসা রঞ্জু, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী ও হাসান আহমেদ মোল্লা, ক্লাবের স্থায়ী সদস্য গৌরাঙ্গ নন্দী, অমিয় কান্তি পাল, মোঃ রাশিদুল ইসলাম, মো. এরশাদ আলী, এইচএম আলাউদ্দিন, মোস্তফা জামাল পপলু, আবুল হাসান হিমালয়, মোহাম্মদ আলী সনি, মোঃ মোস্তফা সরোয়ার, আনোয়ারুল ইসলাম কাজল, মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), এমএ হাসান, শেখ কামরুল আহসান, মোঃ আনোয়ার হোসেন, কাজী শামীম আহমেদ, জিএম মনিরুজ্জামান, উত্তম মন্ডল, মোঃ নূর ইসলাম রকি, মোঃ আসাফুর রহমান কাজল, এহতেশামুল হক শাওন, আব্দুর রাজ্জাক রানা প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন ক্লাবের কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মো. মিজানুর রহমান মিলটনও আশরাফুল ইসলাম নূরসহ অন্যান্য সদস্যবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।