মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||দীর্ঘ চার বছর পর যশোরে আবারও করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সর্বশেষ আক্রান্ত হয়েছেন ৫৫ বছর বয়সী এক নারী, যিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা।
ঠান্ডা, কাশি ও জ্বরের উপসর্গ নিয়ে দুদিন আগে তিনি যশোর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার হাসপাতালটিতে তার র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে।
আক্রান্ত নারীকে হাসপাতালটিতে না রেখে যশোর বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত।
এদিকে, বুধবার একই হাসপাতালে ভর্তি অপর এক সন্দেহভাজন করোনা রোগীর নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি কিট সংকটের কারণে। পরবর্তীতে সুযোগ বুঝে তিনি হাসপাতাল ছেড়ে নিজ বাড়িতে চলে যান।
এতে করে তার মাধ্যমে নীরবে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্যকর্মীরা।স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
করোনা সংক্রমণের এই হঠাৎ প্রত্যাবর্তন জনমনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।