সোহেল রানা, খুলনার খবর || খুলনার তেরখাদা উপজেলার বারাসাত গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৩ জুন) সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘর ভাঙচুর হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বারাসাত গ্রামের বর্তমান মেম্বার পলাশ শেখ ও অপর মেম্বার রবিউল ইসলাম টুটুলের অনুসারীদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর আগেও একাধিকবার হামলা, মামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
সর্বশেষ আজ সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে সকাল ৯টার দিকে তারা সংঘর্ষে জড়ায়।
সংঘর্ষের খবর পেয়ে নৌবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যৌথবাহিনী বারাসাত গ্রামে অভিযান চালিয়ে দেশীয় তৈরি বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করে এবং সংঘর্ষে জড়িত সন্দেহে ১৯ জনকে আটক করে থানায় হস্তান্তর করে।
আহতদের মধ্যে টুটুল গ্রুপের বাসার শেখ (৪৮), খায়ের শেখ (৪২), আসলাম কাজী (৪৮), হাসিব মোল্যা (৩০) ও দানা সরদার (৫০) এবং পলাশ মেম্বার গ্রুপের ইসরাফিল মোল্যা (৬২) সবাই বারাসাত গ্রামের বাসিন্দা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
অন্যান্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
এলাকাবাসীরা জানান, যৌথবাহিনীর উপস্থিতিতে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক পুরুষ সদস্য গ্রাম ছেড়ে পালিয়ে যায়। সংঘর্ষে অংশ নেয়া লাঠিয়ালদের অনেকে বিলের মধ্যে আশ্রয় নেয় বলে জানা গেছে।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান সাংবাদিকদের জানান, বর্তমানে বারাসাত এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে পুলিশ ও নৌবাহিনীর যৌথ টহল চলমান রয়েছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় নিরাপত্তা জোরদার রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।