খুলনার খবর ||বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানাধীন এই দুই গণমাধ্যমে বহুমতের প্রতিফলনের নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে দুই ঘণ্টার আলোচনার পর এ সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে সম্পূর্ণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরের সিদ্ধান্ত হয়েছে। এই রূপান্তরের জন্য একটি নীতিগত কাঠামো ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে কমিটি গঠন করা হচ্ছে।’
এ লক্ষ্যে সি আর আবরারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটি অতীতে রাজনৈতিক দলের আদর্শগত উদ্দেশ্য পূরণে কোনো টেলিভিশন চ্যানেলকে লাইসেন্স দেওয়া হয়ে থাকলে তা তদন্ত করবে এবং ভবিষ্যতে লাইসেন্স প্রদানের ক্ষেত্রেও একটি নতুন নীতিমালা তৈরি করবে।
এ সিদ্ধান্তের পেছনে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বড় ভূমিকা রেখেছে। চলতি বছরের ২২ মার্চ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে প্রতিবেদন জমা দেন কমিশনের প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ।
সুপারিশে বলা হয়, বিটিভি ও বেতার যেন একটি আলাদা কর্তৃপক্ষ বা সম্প্রচার সংস্থার অধীনে পরিচালিত হয়, যাতে বহুমতের প্রকাশ নিশ্চিত হয় এবং সরকারের একমুখী দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।