1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচার দাবি জাতীয় শিক্ষক ফোরাম খুলনা সদর থানার কমিটি গঠন সভাপতি মাওঃ মাজহারুল, সেক্রেটারী মুফতী নাজিম উদ্দীন তারেক রহমানের বিরুদ্ধে কুরু‌চিপূর্ণ মন্ত‌ব্যের প্রতিবাদে চি‌কিৎসকদের প্রতিবাদ সমাবেশ কয়রায় বীর মুক্তিযোদ্ধা ও সেনা সদস্যর স্ত্রীর ইন্তেকাল বঙ্গোপসাগরে নিম্নচাপ : খুলনাসহ দুই বিভাগে আজ অতি ভারী বৃষ্টির আভাস চেহারায় বয়সের ছাপ? জেনে নিন ৩টি অ্যান্টি-এজিং টিপস আইনশৃঙ্খলা অবনতি ও শিক্ষার পরিবেশ নষ্টের প্রতিবাদে যশোরে ছাত্রদলের মিছিল খুলনা মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন সাড়ে ৪ ঘন্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১,আহত ৮ রেল যোগাযোগ বন্ধ!  উদ্ধারকাজ  চলছে তেরখাদায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়কের বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন মান্দায় পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত শার্শায় শিয়াল ধরতে বিদ্যুতের ফাঁদে এক বৃদ্ধার মৃত্যু ভিজিডির চাল ওজনে কম বিতরণ বন্ধ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ  দলীয় প্যাডে আ.লীগ নেতাদের প্রত্যয়নপত্র;লোহাগড়ায় দুই নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ গোপালগঞ্জে বাঁধার মুখে প্রিন্স মামুন; উদ্বোধন হলনা বিরিয়ানী হাউস “মান্দা উপজেলা সাংবাদিকের সম্মাননা স্বারক প্রদান “July women,s Day -2025” আলোচনা সভা অনুষ্ঠিত

অন্যদের প্রভাবিত করতে চান? রইল কার্যকরী ৫ উপায়

  • প্রকাশিত : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৫৪ বার শেয়ার হয়েছে

অদিতি সাহা, খুলনার খবর ||দৈনন্দিন জীবনে নানা কারণেই অন্যদের প্রভাবিত করার প্রয়োজন হয় আমাদের। বাসায় পরিবারের সদস্য, অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তা হলে অধীনস্থদের বা সহকর্মীদের, সমাজের সচেতন নাগরিক হিসেবে অন্যদের প্রভাবিত করতে হয়। কিন্তু অনেক সময়ই শত চেষ্টা করেও প্রভাবিত করা যায় না। এ কারণে কাঙ্ক্ষিত কাজটি আর করা হয়ে উঠে না।

অন্যদের প্রভাবিত করা এটি শুধু কেবলই কৌশল নয়, বরং মানুষের আচরণ অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়া। মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে মনোবিজ্ঞানভিত্তিক কৌশল কাজে লাগাতে পারেন। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি অফিসের টিম লিডার হয়ে থাকেন, তাহলে অধীনস্থদের মাধ্যমে বিভিন্ন কাজ আদায় করে নেয়ার প্রয়োজন হবে।

এ জন্য অধীনস্থদের বেশি চাপ না দিয়ে তাদের প্রভাবিত করতে পারলে সাফল্য অর্জন সহজ হয়। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া মানুষকে প্রভাবিত করার মনোবিজ্ঞানভিত্তিক কয়েকটি কৌশল জানিয়েছে। তাহলে জেনে নেয়া যাক সেসব।
পারস্পরিক সহযোগিতার শক্তি ব্যবহার:
মাঝে মধ্যেই দেখা যায়, কেউ যখন আপনার ভালোর জন্য কিছু করে, তখন স্বাভাবিকভাবেই আপনিও তার জন্য একই ধরনের কিছু করার চেষ্টা করেন। যাকে বলা হয় পারস্পরিক নীতি। এ ক্ষেত্রে সফল হলে অন্যদের ক্ষেত্রেও আপনি একই কৌশল ব্যবহার করে তাদের প্রভাবিত করতে পারেন। এতে সে আপনার সময়, অনুগ্রহ বা কারও কাছে আপনার প্রশংসা করে স্বাভাবিকভাবেই প্রতিদান দেয়ার চেষ্টা করেন। যা সদিচ্ছা তৈরি এবং সহযোগিতার দ্বার উন্মুক্ত করতে সহায়তা করে।
কেবল যুক্তি নয়, আবেগের প্রতি আহ্বান:
অধিকাংশ মানুষই প্রথমে তাদের আবেগের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়ে থাকে। আর এরপরই যুক্তি দিয়ে সেসবের ন্যায্যতা প্রমাণ করে। যা অন্যদের প্রভাবিত করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এটি জানা থাকলে সহজেই আপনি অন্যদের সঙ্গে যুক্ত থাকা এবং প্রয়োজনে তাদের প্রভাবিত করতে পারবেন। তাদের সঙ্গে ব্যক্তিগত গল্প নিয়ে আলোচনা করুন, সহানুভূতির সঙ্গে কথা বলুন এবং মন থেকে প্রকৃত আবেগ ও অনুভূতি প্রকাশ করুন। এতে মানুষজন সহজেই সংযুক্ত হবে।
অন্যদের শারীরিক ভাষার প্রতিচ্ছবি তৈরি করা:
প্রায়ই দেখা যায়, মানুষ তাদের মতো বা তাদের মতো স্বভাব-বৈশিষ্ট্যযুক্ত মানুষদের সঙ্গে বেশি সংযুক্ত থাকেন। এ জন্য আপনি যখন অন্যদের সঙ্গে কথা বলবেন, তখন তাদের শারীরিক ভাষা সূক্ষ্মভাবে খেয়াল করুন বা তা মনে রাখার চেষ্টা করুন। যেমন- ভঙ্গিমা, অঙ্গভঙ্গি ও কথা বলার ধরন। একইভাবে আপনি কথা বললে তারা অধিকতর স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এখানে মূল বিষয় হচ্ছে আন্তরিকতা তৈরি হওয়া। যা একটি মনস্তাত্ত্বিক কৌশল।

মনোবিজ্ঞান বিশ্বাস করে যে, অন্য ব্যক্তির কাছে আন্তরিকভাবে গুরুত্বপূর্ণ বোধ করানো। লোকজন যখন এটি দেখে তখন তারা মূল্যবান মনে করে এবং ইতিবাচক প্রতিক্রিয়া দেখায়। ছোট ছোট অঙ্গভঙ্গি, যেমন মানুষের নাম মনে রাখা, তাদের প্রচেষ্টার স্বীকৃতি দেয়া বা তাদের মতামত জানতে চাওয়া, এতে তাদের গুরুত্বপূর্ণ বোধ বাড়বে এবং আপনার প্রভাব বাড়ার সম্ভাবনা থাকবে। আপনার মাধ্যমে অন্যরা সম্মানিত ও প্রশংসা বোধ করলে তারা আপনার মতামতকে সম্মান করবে। একইসঙ্গে আপনার সঙ্গে তাদের একমত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
বিশ্বস্ত থাকা:
ধারাবাহিকভাবে বিশ্বাস তৈরি করতে পারলে প্রতিদানের ক্ষেত্রে প্রভাব তৈরি করতে পারবেন। কারও কাছে আপনি যখন একজন বিশ্বস্ত ব্যক্তি, তখন তারা সহজেই আপনাকে বিশ্বাস করবে এবং আপনার মাধ্যমে প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে। কারণ একটাই, তারা আপনাকে বিশ্বাস করে। এ কারণেই আপনার কথা মেনে চলবেন। মনোবিজ্ঞান অনুসারে, আচরণে অটল থাকা একটি নির্ভরযোগ্য ভাবমূর্তি তৈরি করে, যা অন্যদের কাছে আপনার নেতৃত্ব অনুসরণ নিরাপদ বোধ করায়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।