খুলনার খবর ||বাংলাদেশে জন্ম ও পেশাগত পরিচয়ের কারণে আমাদের সমাজে নানাভাবে বৈষম্যের শিকার প্রায় ৮০টিরও অধিক সম্প্রদায় রয়েছে যারা‘দলিত’হিসেবে পরিচিত। বাংলাদেশের দলিত জনসংখ্যা বিষয়ে সুনির্দিষ্ট কোন পরিসংখ্যান না থাকলেও বাংলাদেশ সরকারের সমাজ সেবা অধিদপ্তরেরঅফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা যায় প্রায় ৬০-৬৫ লাখ মানুষ সুইপার,ডোম,কানপুরী,তেলেগু,ঋষি, কাওরা,বেঁদে,রবিদাস,পৌন্ড্র, চা-শ্রমিক, নিকারী, শিকারীসহ প্রায় ৮০টিরও অধিক জাতিগোষ্ঠী পরিচয়ে আমাদের দেশের বিভিন্ন শহর ও গ্রামাঞ্চলে বাস করছে।এরা আর্থ-সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিকভাবে
বিস্তারিত.....