এস.এম.শামীম দিঘলিয়া||খুলনার দিঘলিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল দিঘলিয়া এর আওতায় প্রাণিসম্পদ ও ভেটেরিনারি প্রকল্প হতে আড়ংঘাটা বিফ ফ্যাটেনিং পিজির ৩৫ জন সদস্যদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। ৩ রা জুলাই বেলা সাড়ে ১১ টায় দিঘলিয়া উপজেলা প্রানিসম্পদ অধিদপ্তর চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে
উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সার্বিক সঞ্চলানা করেন ও তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রানিসম্পদ অফিসার ডা: মাহমুদা সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: মামুনুর রশীদ।
উপজেলা সমাজসেবা অফিসার মো: সোহাগ হোসেন, উপজেলা কৃষি অফিসার মো: কিশোর আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী,
প্রাণি সম্পদ অধিদপ্তর এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন। উক্ত প্রকল্পের আওতায় ৩৫ জন সদস্যদের মধ্যে পানির পাম, ল্যাক্টোমিটার, ফ্লোর ম্যাট, ইত্যাদি উপকরণ বিতরণ করা হয়। এবং সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর আত্মসামাজিক জীবন মান উন্নয়নের লক্ষ্যে সম্মানিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পে একজন সুফল ভোগীর মধ্যে বকনা পালনের গৃহনির্মাণের জন্য সাইনবোর্ড, ঢালাই পিলার, এবং ঢেউটিন বিতরণ করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।