খুলনার খবর ||খুলনা নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) মিয়া আতিয়ার রহমান বাবু’র সভাপতিত্বে ও নজরুল ইসলাম সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ও খেলা শেষে পুরস্কার বিতরণ করেন খুলনা মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন।
এসময় প্রধান অতিথির বক্তৃতায় সুমন বলেন আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, খুলনাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে হলে যুবসমাজকে এগিয়ে আসতে হবে।
আর যুবসমাজকে ইতিবাচক পথে উদ্বুদ্ধ করার সবচেয়ে কার্যকর মাধ্যম হলো খেলাধুলা। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দেশপ্রেম জাগ্রত হয়।
তিনি আরও বলেন একটি সুশৃঙ্খল, মেধাসম্পন্ন ও উদ্যমী প্রজন্মই পারে আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে। চলুন, যুবসমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করি, গড়ে তুলি একটি সুস্থ ও নিরাপদ বাংলাদেশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল, সদর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, ২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক মোঃ বায়েজিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ সরোয়ার।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন খুলনা মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।