খুলনার খবর ||খুলনা জেলা বিএনপি’র সাবেক সভাপতি আমির এজাজ খান তার নির্বাচনী এলাকা বটিয়াঘাটায় শোডাউন ও পথসভা করেছেন গতকাল শুক্রবার।
বটিয়াঘাটা উপজেলার আমিরপুর, বালিয়াডাঙ্গা, ও ভান্ডারকোট ইউনিয়নের হাজার-হাজার নেতা-কর্মী শত শত মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে পথসভায় অংশগ্রহণ করেন। এ সময় রাস্তার দুইপাশে দাঁড়িয়ে থাকা কর্মী সমর্থকদের দুই হাত নেড়ে প্রিয় নেতাকে অভিবাদন জানান।
খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের আগামী নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আমীর এজাজ খান ধানের শীষে ভোট প্রার্থনা করেন। তিনি নির্বাচিত হলে এলাকার মসজিদ, মন্দির, রাস্তা, ব্রিজ, কালভার্টসহ বিভিন্ন প্রকার উন্নয়ন মূলক কাজের প্রতিশ্র“তি দেন।
তিনি জনতার উদ্দেশ্যে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বহুবার জেল খেটেছি, বহু মামলা-হামলার শিকার হয়েছি, তবুও আমার প্রিয় দাকোপ-বটিয়াঘাটার মানুষের পাশ থেকে সরে যাইনি।
এ সময় তার সফর সঙ্গী ছিলেন খুলনা জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি কামরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি খায়রুল ইসলাম জনি, সাইফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, কামরুল ইসলাম সিপার, সাবেক চেয়ারম্যান আশিকুজ্জামান আশিক, সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন মোল্লা বাবু, মনিরুল ইসলাম হিরো, আবুল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, সাবেক ছাত্রনেতা ইসমাইল হোসেন, কৃষক দলের সাধারণ সম্পাদক বাপ্পি খান, জুবাইরুল হক, আঃ সালাম, মিহির মন্ডল, শুভংকর রায়, আঃ জব্বার, সুমন আহাম্মেদ, রকিবুল ফকির, কবির গোলদার, টুটুল গোলদার, সেলিম মোল্লা, আলম মেম্বর, খোকন মোল্লা, সামসুল হক, বাদল, আলমগীর হোসেন, মিরাজ সেখ প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।